অ্যাডিনো ভাইরাস নিয়ে সমীক্ষা

Must read

প্রতিবেদন : অ্যাডিনো ভাইরাসের প্রকোপ রুখতে এবারে যুদ্ধকালীন তৎপরতা শুরু করল কলকাতা পুরসভা (Kolkata Municipality- Adenovirus)। মহানগরীর বাড়িতে বাড়িতে ঘুরে শিশুদের নিয়মিত পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে পুরসভার স্বাস্থ্যবিভাগ। এলাকায় এলাকায় জরুরিভিত্তিক সার্ভে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের। রোগের লক্ষণ এবং প্রতিরোধের বিষয়ে শিশুদের অভিভাবকদের সচেতন করতে বলা হয়েছে তাঁদের। সার্ভে রিপোর্টের ভিত্তিতেই দ্রুত ব্যবস্থা নেবে পুরসভা। নিজেদের ওয়ার্ডে অ্যাডিনোভাইরাস (Kolkata Municipality- Adenovirus) প্রতিরোধে সচেতনতা অভিযান চালাবেন কাউন্সিলররাও। রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে সঙ্গতি রেখে সচেতনতা বিষয়ে একটি নির্দেশিকাও জারি করেছে পুরসভা। বুধবার একথা জানিয়েছেন পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মেয়র এবং বিধায়ক অতীন ঘোষ (Atin Ghosh)। তিনি জানান, স্বাস্থ্যকর্মীরা মূলত লক্ষ্য রাখবেন কোনও শিশুর সর্দি-কাশি বা জ্বর হয়েছে কিনা, জ্বর হলে তা কতদিন ভোগাচ্ছে, কী কী লক্ষণ বা উপসর্গ দেখা যাচ্ছে। প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে চিকিৎসার পরামর্শ এবং প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুরসভা।

আরও পড়ুন: বনধ নয়, পাহাড়ের নেতাদের ধান্ধাবাজ বললেন দিলীপ

Latest article