আজ থেকেই শুরু হচ্ছে উদ্বোধনের পালা

মু্খ্যমন্ত্রীর পুজো উপহার নতুন টালা ব্রিজ

Must read

প্রতিবেদন : পুজোয় মুখ্যমন্ত্রীর উপহার। দেবীপক্ষের আগেই খুলে দেওয়া হচ্ছে নতুন টালা ব্রিজ (Tala Bridge- Mamata Banerjee)। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে টালা ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮০০ মিটার লম্বা এই সেতুটি তৈরি করতে খরচ পড়েছে ৪৬৮ কোটি টাকা। নতুন টালা ব্রিজ চার লেনের। এদিনই পুজো উদ্বোধনের সূচনা করবেন জননেত্রী (Tala Bridge- Mamata Banerjee)। বিধাননগরের এফডি ব্লক, শ্রীভূমি এবং টালা প্রত্যয়ের প্রতিমার আবরণ উন্মোচিত হবে তাঁরই হাতে।

আরও পড়ুন-অধিকারীদের ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলরের খোঁজে পুলিশ

১৫০ টন ভারবহন ক্ষমতা ছিল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ টনে। তবে এখনই এই ব্রিজ দিয়ে ভারী যান চলাচল করতে পারবে না। পরিবর্তে শুধুমাত্র দু’চাকা বা চার চাকার গাড়িই চলাচল করবে। ধাপে ধাপে ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
পূর্ত দফতরের সূত্র অনুযায়ী, আইআইটি খড়গপুর ও রেলের বিশেষজ্ঞদের তরফে নবনির্মিত এই টালা ব্রিজ কতটা নিরাপদ তা খতিয়ে দেখেন। প্রযুক্তিগতভাবে কতটা ভার বহনের উপযুক্ত সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ১৫ সেপ্টেম্বর রাজ্য সরকারকে রিপোর্টও দেওয়া হয়। গত ২০১৯ সালে পুজোর সময় টালা ব্রিজে যান চলাচলে নিয়ন্ত্রণে আনা হয়। পাশাপাশি ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। পরের বছর টালা ব্রিজে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় ব্রিজ ভাঙার কাজ। করোনার সময়ও লকডাউনেও চলতে থাকে টালা ব্রিজ ভাঙার কাজ।

Latest article