লোকগাথা লোকশিল্পে হাতিবাগানের পুজো

Must read

প্রতিবেদন : মাটির দেওয়াল। সরায় আঁকা পট। পুরনো লোকশিল্প, মহাকাব্য, লোকগাথা। হারিয়ে যাওয়া গ্রামবাংলার পটশিল্প এভাবেই ঠাঁই পেয়েছে হাতিবাগান সর্বজনীনের দুর্গাপুজোয় (Hatibagan Sarbojanin Durga Puja)। থিম চিত্রপট। শিল্পী সঞ্জীব সাহার তুলির টানে দেওয়াল জুড়ে ফুটে উঠবে দুর্গাপট, কালীপট, মনসাপটের রঙিন ছবি। মণ্ডপ শিল্পীর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে প্রতিমা। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ফুটে উঠবে মায়ের পায়ের সামনে পটচিত্রে। ৮৮তম বর্ষে বিশেষ আকর্ষণ পটচিত্র শিল্পীদের কণ্ঠে লোকগান৷ তৃতীয়া থেকেই লোকগানে মুখর হয়ে উঠবে চারপাশ। পুজো (Hatibagan Sarbojanin Durga Puja) উদ্যোক্তা শাশ্বত বসু বলেন, প্রত্যেকবছরই হাতিবাগান সর্বজনীন চেষ্টা করে বাংলার বা ভারতের কোনও একটি লোকশিল্পকে তুলে ধরার৷ এবারেও তার ব্যতিক্রম নয় ৷ তবে বিশেষ কারণ হিসাবে বলব, এবার বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। তাই চিত্রপটের মাধ্যমে আমাদের আবেগ এই পটশিল্পকে তুলে ধরেছি আমরা। শহরের নতুন প্রজন্মও এই থিমের মাধমে বাংলার সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।

আরও পড়ুন-৬ মন চালের নৈবেদ্য পান নস্করবাড়ির ৩০০ বছরের দুর্গা

Latest article