আসানসোলেও এবার ‘টক টু মেয়র’

Must read

অসীম চট্টোপাধ্যায়, আসানসোল : কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অনুকরণে আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়ও চালু করছেন ‘টক টু মেয়র’। নাগরিক পরিষেবার বিষয়ে এলাকার মানুষ যাতে সরাসরি তাঁদের সমস্যার কথা মহানাগরিককে জানাতে পারেন, তার জন্যই এই উদ্যোগ। মেয়র হিসেবে দায়িত্ব নিয়েই পুরোদমে উন্নয়নের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়লেন আসানসোল নগর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। পূর্ব প্রতিশ্রুতি মতো শুক্রবার গাড়ুই নদী পরিদর্শন করে এলেন তিনি। এদিন দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াশিমুল হক, নগর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ছাড়াও পরিদর্শন স্থলে পুরনিগমের বাস্তুকারদের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুরনিগম নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে গাড়ুই নদীর সংস্কার করার প্রতিশ্রুতি ছিল অন্যতম। কারণ গত বছর অক্টোবর মাসে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাড়ুই নদীতে জলস্ফীতি দেখা দেয়। ফলে নিচু এলাকার বেশ কিছু বাড়িতে ঢুকে পড়ে বন্যার জল। তৃণমূলের পক্ষে পুরনির্বাচনের প্রচারে (Trinamool Congress) রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক শহরবাসীর কাছে প্রতিশ্রুতি দেন, তৃণমূল (Trinamool Congress) ক্ষমতায় ফিরলে সর্বপ্রথম গাড়ুই নদী সংস্কার করার উপর সর্বাধিক গুরুত্ব দেবে। রাজ্যের মন্ত্রীর দেওয়া সেই প্রতিশ্রুতি পূরণে নগর নিগমের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে এদিন বিধানবাবু জানান। পুরনিগমে দায়িত্ব নিয়েই বিধানবাবু ঘোষণা করেন, তাঁর দপ্তর জনসাধারণের জন্য সর্বদাই উন্মুক্ত থাকবে। বিশেষত বরিষ্ট নাগরিকরা তাঁর সঙ্গে দেখা করতে চাইলে কোনওরকম অনুমতি নেবার প্রয়োজন নেই বলে ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন – মূক ও বধির শিশুদের মুখে কথা ফোটাবে রাজ্য

বিধানবাবু বলেন, কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের মতোই আসানসোলেও তিনি ‘টক টু মেয়র’ বা ‘মেয়রের সাথে কথা বলুন’ নামে পরিষেবা প্রদানের দুয়ার উন্মুক্ত করতে চলেছেন। বিধানবাবু বলেন, সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা দেবার জন্যই রয়েছে নগর নিগম। সেখানে সাধারণ মানুষের অবারিত দ্বার হওয়াই তো উচিত। বাম নেতারা এই সংস্কৃতিতে বিশ্বাসী নন, তাই সাধারণ মানুষের সঙ্গে তাঁরা সর্বদা দূরত্ব রেখে চলতেন।

মেয়র বলেন, শহরের নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই মেয়র পারিষদ ও বরো চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হবে। একইসঙ্গে নতুন পুর সদস্যদের কাজ করার প্রণালী সম্পর্কে দেওয়া হবে নানান ধরনের প্রশিক্ষণ।

Latest article