নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা মারল ট্যাঙ্কার (Red Road Accident)। দুর্ঘটনায় ট্যাঙ্কারের চালক গুরুতর জখম। তাঁকে নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সকাল সাড়ে ৭টা নাগাদ হাওড়া থেকে বিদ্যাসাগর সেতু, পিটিএস হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে কাশীপুরের দিকে যাওয়ার কথা ছিল একটি তেলবোঝাই ট্যাঙ্কারের। রেড রোডের (Red Road Accident) উত্তরমুখী লেনে ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারকের ঠিক সামনে বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্যাঙ্কার সোজা গিয়ে ধাক্কা মারে ফোর্ট উইলিয়ামের সীমানা দেওয়ালে। দেওয়ালের বেশ কিছুটা অংশ ভেঙে ট্যাঙ্কারটি ভিতরে ঢুকে আটকে যায়। সে ভাবেই বেশ কিছু ক্ষণ থাকার পর রেকার ভ্যান ডেকে তা সরানো হয়। এর জেরে সাতসকালেই রেড রোডে যানজট তৈরি হয়। জখম চালককে ট্রমা কেয়ার সেন্টারে রাখা হয়েছে। পুলিশের (Police) অনুমান, গাড়ির গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন- মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রে, ক্রেন ভেঙে মৃত ১৬ শ্রমিক