মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রে, ক্রেন ভেঙে মৃত ১৬ শ্রমিক

Must read

মহারাষ্ট্রের থানেতে ভয়াবহ দুর্ঘটনা (Maharashtra- Crane Collapse)। এক্সপ্রেসওয়ে নির্মাণস্থলে ভেঙে মৃতের সংখ্যা ১৬। মঙ্গলবার ভোর রাতে মহারাষ্ট্রের থানেতে একটি নির্মাণস্থলে এই দুর্ঘটনাটি ঘটে। এর ফলে জখম হয়েছেন একাধিক। ধ্বংসাবশেষের নীচে এখনও অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার কাজ। মহারাষ্ট্রের থানের সাহাপুর (Sahapur) এলাকায় সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছিল। ইতিমধ্যেই তিন জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

আরও পড়ুন- সফরের রিপোর্ট নিয়ে জোটের বৈঠকে আলোচনা, সংসদেও মণিপুরের পাশে ইন্ডিয়া

জানা গিয়েছে, সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে কাজ চলাকালীন (Maharashtra- Crane Collapse) রাতে কর্মীরা একটি বিশেষ ধরনের ক্রেন মেশিন চালাচ্ছিলেন। এই ক্রেন সাধারণত রেল সেতু, সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত হয়। বড় বড় বহুতলের নীচে ভিত গঠনেও কাজে লাগে এই যন্ত্র। বিশাল আকৃতির ইস্পাতখণ্ড এক দিক থেকে অন্য দিকে নিয়ে যাওয়া এই যন্ত্রের কাজ। তবে কি যন্ত্রের ত্রুটির কারণেই এই বিপত্তি নাকি অন্য কারণ রয়েছে।

Latest article