আগরতলা : এবার নিজেদের নিরাপত্তার দাবিতে সরাসরি পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হলেন ত্রিপুরার (Tripura- Teachers) কর্মচ্যুত ১০ হাজার ৩২৩ জন শিক্ষক-শিক্ষিকা। বিজেপি জমানায় এই শিক্ষকরা চাকরি হারিয়েছেন। ভোটের আগে লম্বাচওড়া প্রতিশ্রুতি দিলেও ত্রিপুরার ক্ষমতাসীন বিজেপি সরকার কর্মচ্যুত শিক্ষকদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ইতিমধ্যেই চাকুরিচ্যুত শিক্ষকদের এক প্রতিনিধিদল আগরতলার আখাউড়া রোডে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার জে রেড্ডির হস্তক্ষেপ দাবি করেছে। চাকরি থেকে মাঝপথে ছাঁটাই হওয়া শিক্ষক-শিক্ষিকাদের এক প্রতিনিধি প্রবল ক্ষোভের সঙ্গে বলেন, সম্প্রতি ত্রিপুরার উপনির্বাচনের পর থেকে কর্মচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের (Tripura- Teachers) উপর হামলা চলছে। রাজ্য সরকার নিষ্ক্রিয় থেকে দুর্বৃত্তদের মদত দিচ্ছে। কর্মচ্যুত শিক্ষকদের প্রতিবাদ বন্ধ করতে চাপ সৃষ্টির জন্য শিক্ষকদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এমনকী, শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা প্রাণঘাতী হামলাও চালিয়েছে বলে অভিযোগ উঠছে। এই সরকার চায় আমরা যাতে নিজেদের অধিকার ফিরে পেতে আন্দোলন না করি। এই পরিস্থিতিতে আমরা পুলিশ সুপারের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছি। ক্ষুব্ধ শিক্ষকদের অভিযোগ, পশ্চিম ত্রিপুরা জেলার রামনগর, গাঙ্গাইল, অরূন্ধতী নগর এবং সুরজাপাড়া এলাকায় বেশিরভাগ হামলার ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
আরও পড়ুন: যোগী রাজ্যে বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আট বছরের সন্তান-সহ আত্মঘাতী দম্পতি