কলকাতার (Kolkata) আকাশ মেঘলা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি। আজ আকাশ মেঘলা থাকবে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন-নতুন রূপে সাজানো হচ্ছে বাংলার এই স্টেশনকে
গতকাল কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল কলকাতার বাতাসে আপেক্ষি কআর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৯ শতাংশ, সর্বনিম্ন পরিমাণ ছিল ৬৬ শতাংশ।
আরও পড়ুন-বিদেশনীতিতে প্রভাব পড়বে, বলা যাবে না নোটবদল সম্পর্কে, হাস্যকর জবাব আরবিআইয়ের
হাওয়া অফিস এই মর্মে জানিয়েছে, আজকে কলতকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুলগিতে আজ বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেও পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হবে।