ভাঙন প্রতিরোধের কাজ শুরু করেছে প্রশাসন, সঙ্গে পুনর্বাসন, ফের ভয়াবহ ভাঙন সামশেরগঞ্জে

উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ড ও বিহারে প্রচুর বৃষ্টিপাতের জন্য গঙ্গায় জল বাড়তেই ভয়াবহ নদীভাঙনের মুখে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার বিস্তীর্ণ এলাকা।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ড ও বিহারে প্রচুর বৃষ্টিপাতের জন্য গঙ্গায় জল বাড়তেই ভয়াবহ নদীভাঙনের মুখে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার ভোররাত থেকে কাঁকুড়িয়া থেকে ধূলিয়ান যাওয়ার রাস্তায় প্রায় তিন কিলোমিটার জুড়ে ভাঙন দেখা দিয়েছে। সব থেকে খারাপ অবস্থা প্রতাপগঞ্জে। সেখানে প্রায় ৫০০ মিটার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

আরও পড়ুন-রাজপথের নাম বদলাচ্ছে মোদি সরকার! সরব মহুয়া মৈত্র

দেড় বছর আগে সামশেরগঞ্জের ধানঘড়া, নতুন শিবপুর প্রভৃতি এলাকায় ব্যাপক নদীভাঙনে প্রায় ৭০০ পরিবার গৃহহীন হয়েছিল। কিছু পরিবার জমির পাট্টা পেলেও অনেকেই এখনও আত্মীয়-স্বজনের বাড়িতে। তাই নতুন একটি এলাকায় ভাঙন শুরু হতে আতঙ্কে এলাকাবাসী। বহু পরিবার বাড়ি ভেঙে ইট-কাঠ ও আসবাবপত্র সরিয়ে নিয়ে যেতে শুরু করেছেন। সামশেরগঞ্জ থানার এক শীর্ষ আধিকারিক বলেন, ‘ভাঙন-কবলিত প্রতাপগঞ্জে আটটি গাড়ি পাঠিয়েছি যাতে স্থানীয় মানুষ তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিতে পারেন।’

আরও পড়ুন-পাঠ ছেড়ে শিক্ষকদিবসে প্রতিমা গড়া

ক্ষতিগ্রস্ত বহু পরিবার প্রতাপগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন, ‘সকাল থেকে যেখানে ভাঙন শুরু হয়েছে এখানে সাম্প্রতিক সময়ে ভাঙন হয়নি। বিষয়টি সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নজরে এনেছি। আজ থেকেই জরুরি ভিত্তিতে বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হচ্ছে। নৌকো, বালি ও বস্তা জোগাড়ের কাজ চলছে। দলের তরফে ক্ষতিগ্রস্তদের ত্রিপল এবং শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

Latest article