ডেঙ্গি-প্রতিরোধে তৎপর প্রশাসন, জেলায় জেলায় চলছে সচেতনতার বৈঠক, আক্রান্তের সংখ্যা কম

পুরসভার ব্যবস্থাপনায় নিয়মিত স্প্রে, সুষ্ঠু নিকাশিব্যবস্থা। তাই শিলিগুড়িতে আতঙ্ক তৈরি করতে পারেনি ডেঙ্গি। আক্রান্তের সংখ্যা অনেক কম।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : পুরসভার ব্যবস্থাপনায় নিয়মিত স্প্রে, সুষ্ঠু নিকাশিব্যবস্থা। তাই শিলিগুড়িতে (Siliguri) আতঙ্ক তৈরি করতে পারেনি ডেঙ্গি। আক্রান্তের সংখ্যা অনেক কম। হাসপাতালগুলিতে পর্যপ্ত ব্যবস্থা থাকার কারণে সুস্থ হয়ে উঠছে রোগী। সোমবার ডেঙ্গি প্রতিরোধ ও সতর্কতা নিয়ে বৈঠকে এমনটাই জানালেন জেলাশাসক এস পুণ্ণবালাম। তিনি বলেন, প্রতি বছর এই সময় ডেঙ্গির প্রকোপ দেখা যায়। তবে এবার আগে থেকে সতর্ক হওয়ার কারণে গতবারের থেকে আক্রান্তের সংখ্যা অনেক কম।

আরও পড়ুন-আন্তর্জাতিক মানের সুইমিংপুল কোচবিহারে

রাজ্য জুড়ে ক্রমশ ডেঙ্গি বাড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। প্রতি বছর এই সময় ডেঙ্গির প্রকোপ দেখা দেয়। এই কারণে শিলিগুড়িকে ‘ডেঞ্জার জোন’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। সেই কারণে আগে থেকেই বাড়তি সতর্কতা নিয়েছে। এখনও পর্যন্ত গতবারের তুলনায় অনেক কম ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা। তবে সতর্কতা বাড়াতে ও আক্রান্তদের সঠিক চিকিৎসার বিষয়ে বৈঠক করেন জেলাশাসক সোমবার শিলিগুড়িতে।

আরও পড়ুন-ছাত্র-যুবরা দারুণ উৎসাহিত

ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ, শিলিগুড়ি পুরসভার কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া-সহ মহকুমা শাসক ও বিডিওরা। এদিন জেলাশাসক এস পুণ্ণবালাম বলেন, পাহাড়েও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। মোট ১৯ জনের শরীরে ডেঙ্গির জীবাণু পাওয়া গিয়েছে। শিলিগুড়িতে ৩৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

Latest article