আন্তর্জাতিক মানের সুইমিংপুল কোচবিহারে

দাবি পূরণ কোচবিহারবাসীর। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সহযোগিতায় অবেশেষে তৈরি হল আন্তর্জাতিক মানের সুইমিং পুল।

Must read

সংবাদদাতা, কোচবিহার : দাবি পূরণ কোচবিহারবাসীর। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সহযোগিতায় অবেশেষে তৈরি হল আন্তর্জাতিক মানের সুইমিং পুল। সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে জেলা প্রশাসনের হাতে এই সুইমিংপুলের দায়িত্ব দেওয়া হয়। উন্নয়ন দফতরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এই অনুমতিপত্র তুলে দেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ানের হাতে।

আরও পড়ুন-ছাত্র-যুবরা দারুণ উৎসাহিত

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলাশাসক পবন কাদিয়ান ও পুলিশ সুপার সুমিত কুমার সহ-প্রশাসনের আধিকারিকরা। রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, ৬ কোটি ৮৬ লক্ষ ৩৮ হাজার টাকায় এই সুইমিংপুলটি তৈরি হয়েছে। বড় সুইমিংপুলটির দৈর্ঘ্য প্রায় ৫০ মিটার ও প্রস্থ প্রায় ২৫ মিটার। ছোটদের জন্য আরও একটি সুইমিংপুল তৈরি হয়েছে। দৈর্ঘ্য ১৫ মিটার ও প্রস্থ প্রায় ৮ মিটার৷ কোচবিহার-জেলাশাসক পবন কাদিয়ান জানিয়েছেন, প্রতিদিন সকাল থেকে রাত ন’টা পর্যন্ত এই সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণ চলবে। ১২টি শিফটে সাঁতার শেখাবেন প্রশিক্ষকেরা।

Latest article