সেরা তিন মুহূর্ত, শতাব্দীর সেরা বল

তাঁর জীবনের প্রথম অ্যাসেজ টেস্টের প্রথম বলেই অসামান্য ডেলিভারিতে গ্যাটিংয়ের স্টাম্প ছিটকে দিয়েছিলেন। এই বলটিই পরে শতাব্দীর সেরা বলের স্বীকৃতি পায়।

Must read

এটাকে গ্যাটিং-বল বলা যেতে পারে। শ্যেন ওয়ার্নের আন্তর্জাতিক কেরিয়ারে সেরা মুহূর্ত। ১৯৯৩ সালের অ্যাসেজে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে রহস্য বলে বোল্ড করেছিলেন ওয়ার্ন। তাঁর জীবনের প্রথম অ্যাসেজ টেস্টের প্রথম বলেই অসামান্য ডেলিভারিতে গ্যাটিংয়ের স্টাম্প ছিটকে দিয়েছিলেন। এই বলটিই পরে শতাব্দীর সেরা বলের স্বীকৃতি পায়।

আরও পড়ুন-মার্শকে বিদায় জানিয়ে চলে গেলেন জাদুকরও

১৯৯৯ বিশ্বকাপে জাদু
বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ২১৪ রান তাড়া করছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াবাহিনী ৪৮ রানে উইকেট হারায়নি। স্টিভ ওয়ার দল ব্রেক-থ্রু চাইছিল। ওয়ার্ন এলেন, বল হাতে একাই ঘুরিয়ে দিলেন ম্যাচ। সে দিন ম্যাচ জেতানো ৪ উইকেট ক্রিকেট লোকগাথায় জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন-ওয়ার্ন নেই, আরও অনেক দেওয়ার ছিল

অ্যাডিলেডে নায়ক
২০০৬ সালের ডিসেম্বর। অ্যাসেজ টেস্টের পঞ্চম দিন। ড্র টেস্ট প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। সেখান থেকে খেলা ঘুরিয়ে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন স্পিনের জাদুকর। টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে লিড নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে হাতে ছিল ৯ উইকেট। এর পর অবিশ্বাস্য এক স্পেলে অস্ট্রেলিয়াকে টেস্ট জিতিয়ে দেন ওয়ার্ন। যা আজও অস্ট্রেলীয় ক্রিকেটে সেরা টেস্ট জয়ের মধ্যে একটি।

Latest article