কেন্দ্রকে বাতিল করতে হবে শ্রম আইন

তাপমাত্রা এদিন ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। আগুনে রোদ। তাই মিছিলের সময় পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল আইএনটিটিইউসি। মিছিল হল বিকেল পাঁচটায়

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : তাপমাত্রা এদিন ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। আগুনে রোদ। তাই মিছিলের সময় পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল আইএনটিটিইউসি। মিছিল হল বিকেল পাঁচটায়। তবু ভিড় উপচে পড়ল।

আরও পড়ুন-গরম কেটে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সোমবার ঝালদায় বাঁধাঘাট থেকে মিছিল করে জেলার বিড়ি শ্রমিকরা যান ঝালদা হাটতলায়। সেখানে কেন্দ্রীয় সরকারের শ্রমিকস্বার্থ বিরোধী শ্রম আইন বাতিল, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, অবিলম্বে বিড়ি শ্রমিকদের হাসপাতাল চালু প্রভৃতি একগুচ্ছ দাবিতে প্রতিবাদ সভা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, চেয়ারম্যান হংসেশ্বর মাহাত, আইএনটিটিইউসি জেলা সভাপতি উজ্জ্বল কুমার, জেলা তৃণমূলের অন্যতম নেতা সুষেণ মাঝি প্রমুখ। এদিন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ঝালদার মানুষের কাছে এসেছেন। বলতে এসেছেন রাজ্যের উন্নয়নের কথা। মানুষের পরিষেবা দানের কথা।

আরও পড়ুন-শিলিগুড়ি পেল দ্বিতীয় চুল্লি কুণাল-ঋতব্রতর এমপি ল্যাডের টাকায়

তিনি বলেন, বিড়ি শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছেন, যাতে সরকার প্রতিমাসে প্রভিডেন্ট ফান্ডে শ্রমিকের নামে টাকা দেয়। তিনি বলেন, বামেদের চৌত্রিশ এবং তার আগে কংগ্রেস জমানায় শ্রমিকদের কথা কেউ ভাবেনি। কয়েকদিন আগে ঝালদার এই হাটতলাতেই সভা করে তৃণমূলের বিরুদ্ধে বিষোদ্গার করে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। মন্ত্রী বলেন, বাম জমানায় সিপিএম পঞ্চাশ হাজার কং কর্মীকে খুন করেছে। ইন্দিরা গান্ধীকে ডাইনি বলত। রাজীব গান্ধীকে বোফর্সের দালাল বলেছে। তবু আধীরবাবুরা সিপিএমের গুণগান করেন। এসব তৃণমূলের উন্নয়ন দেখে গা জ্বলে যাওয়ার জন্য। এদিন মঞ্চ থেকে বিজেপিকেও একহাত নেন তিনি। বলেন, কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে লড়াই চলবে। জয় শ্রমিকদেরই হবে।

Latest article