দেশের অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারীকরণ করতে চায় কেন্দ্র

ইঙ্গিত প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার

Must read

প্রতিবেদন : দেশের বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে (State-owned banks) বেসরকারীকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। অন্য কেউ নয়, এবার এমনই ইঙ্গিত দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর্থিক উপদেষ্টা। আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল বলেন, আগামী দিনে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জীবিত থাকবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল একটি সাক্ষাৎকারে জানান, ‍‘‍‘আমার মনে হয়, চারটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থাকবে। এবং ভবিষ্যতে ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’’ উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই ব্যাঙ্কগুলিকে বেসরকারীকরণের নীতি নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। বছর দুই আগে কেন্দ্রীয় বাজেটেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারীকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এরপর সঞ্জীব সান্যালের এহেন মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। তাঁর মন্তব্যে স্পষ্ট যে, সরকার হয়তো আগামী দিনে আরও বেসরকারীকরণের পথে হাঁটতে পারে।

আরও পড়ুন-রাজবংশী, কামতাপুরি, সাঁওতালি ভাষার ৩৯৪ শিক্ষক নেওয়ার প্রস্তুতি 

প্রসঙ্গত, এই মুহূর্তে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে ভারতে। সেগুলো হল ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর মধ্যে কোন চারটি ব্যাঙ্ক রাখা হয়, আর কোনগুলির বেসরকারীকরণ হয়, সেটাই দেখার। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (State-owned banks) কর্মী সংগঠনের ইউনিয়নগুলি মোদি সরকারের এই নীতির তীব্র বিরোধী।

Latest article