প্রতিবেদন : বিচারপতি নিয়োগ নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এবং বিচার বিভাগের মধ্যে টানাপোড়েন অব্যাহত। কেন্দ্রীয় সরকার এবং শাসক দল বিজেপির প্রতিনিধিরা প্রকাশ্যে নানা ছুতোয় কলেজিয়াম ব্যবস্থার সমালোচনা করে চলেছেন। অন্যদিকে বিচার বিভাগের সঙ্গে যুক্ত সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিই কলেজিয়ামের পক্ষে কথা বলছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। তিনি স্পষ্ট বলেছেন, কলেজিয়াম ব্যবস্থা বদলানোর কোনও দরকার নেই।
বিচার বিভাগকে আক্রমণ ও কলেজিয়াম ব্যবস্থা নিয়ে চলতি বিতর্কের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-কেপটাউনে আজ ভারত-পাক ম্যাচ
চলতি বছরের শুরুতে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখে কলেজিয়ামে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাখার কথা বলেছেন। সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ প্রসঙ্গে তিনি লিখেছেন, এই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সুপ্রিম কোর্টের কলেজিয়ামে সরকারি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে। সংসদের চলতি বাজেট অধিবেশনে রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে ডিএমকে নেতা তিরুচি শিবা প্রশ্ন করেছিলেন, বিচারক নিয়োগের ক্ষেত্রে সরকার সংরক্ষণ নীতি চালু করার কথা বিবেচনা করছে কি না?
আরও পড়ুন-ব্যর্থ বিজেপি সাংসদ, হাল ধরলেন শান্তা
এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, বর্তমান নীতি ও বিধান অনুযায়ী ভারতীয় বিচার বিভাগে কোনও সংরক্ষণ নেই। কিন্তু বিচারকদের বিশেষ করে কলেজিয়াম সদস্যদের বিচারপতি নিয়োগের জন্য সুপারিশ করার সময় এই বিষয়টি বিবেচনা করা উচিত। বিশেষত বিচার বিভাগের যেসব ক্ষেত্রে অনগ্রসর সম্প্রদায়, মহিলা এবং অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কম। রাজ্যসভায় আইনমন্ত্রীর কাছে আরও জানতে চাওয়া হয়, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারের কি কোনও বিল আনার পরিকল্পনা আছে? এই প্রশ্নের উত্তরে রিজিজু বলেন, এরকম কোনও বিল আনার পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই।