বগটুইয়ে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must read

অতি ভয়াবহ ঘটনা। এত নৃশংস ঘটনা ঘটতে পারে ভাবিনি। রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে নিহতদের পরিবারে সঙ্গে কথা বলে প্রতিক্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট জানান, কেউ ছাড় পাবে না। দোষীদের ধরতে পুলিশকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। কিন্তু জীবন চালাতে অর্থের প্রয়োজন। সেই কারণে যাঁদের বাড়ি পুড়ে গিয়েছে, তাঁদের প্রাথমিকভাবে এক লক্ষ টাকা বৃহস্পতিবারই দেওয়া হবে বলে জানান মততা। পরে প্রয়োজন হলে আরও এক লক্ষ টাকা বাড়ি মেরামতির জন্য দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

এর পাশাপাশি, নিহতদের পরিবারকে ৫লাখ টাকা সাহায্য ও পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে জানান। ঘটনাস্থলে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার পরে, মুখ্যমন্ত্রী যান রামপুরহাট মেডিক্যাল কলেজে (Rampurhat Medical College)। সেখান চিকিৎসাধীন আহতরা। তাঁদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তবে, নিয়ম মেনে জখমদের কাছে যাননি বলে জানান কলেজের প্রিন্সিপল।

আহতদের সঙ্গে দেখা করে বেরিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, ৫ জন জখম হাসপাতালে চিকিৎসাধীন। একজন ৬০ শতাংশ দগ্ধ। বাকিদের আঘাত অল্প। যিনি ৬০ শতাংশ দগ্ধ তাঁকে ১ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। অল্প জখমদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর। তিনি জানান, আহতদের সুস্থ করতে সব রকম চেষ্টা করছেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী সাহায্যে সন্তুষ্ট বগটুইয়ের আক্রান্তরা।

একনজরে সাহায্যের ক্ষতিয়ান-

• নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা সাহায্য

• পরিবারের একজনকে চাকরি

• নিহতদের পরিবারের একজন করে সদস্যকে কাছাকাছি এলাকায় গ্রুপ ডি পদে চাকরি

• ৬০ শতাংশ আহতকে ১ লক্ষ টাকা, অল্প জখমদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য

Latest article