সাংসদকে ভর্ৎসনা কোর্টের

অসভ্য সাংসদকে তিরস্কার করলেন বিচারপতি। অসভ্য কথাবার্তার জন্য হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন বিজেপি সাংসদ।

Must read

প্রতিবেদন : অসভ্য সাংসদকে তিরস্কার করলেন বিচারপতি। অসভ্য কথাবার্তার জন্য হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন বিজেপি সাংসদ। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা রীতিমতো তিরস্কারের সুরে সাংসদ সৌমিত্র খাঁয়ের উদ্দেশ্যে মন্তব্য করলেন, যে ভাষা তিনি ব্যবহার করেছেন বলে পুলিশ এফআইআরে উল্লেখ করা হয়েছে তা অত্যন্ত খারাপ। একজন সাংসদের মুখ থেকে এই ভাষা আশা করা যায় না।

আরও পড়ুন-ক্রমান্বয়ে কেন্দ্রের বঞ্চনা, রাজ্যকে অবহেলা, তার মধ্যেও সাফল্য, আবাসে দেশে দ্বিতীয় বাংলা

উল্লেখ্য, বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজারে স্বনির্ভর গোষ্ঠীর একটি সভায় সোনামুখী থানার আইসিকে রুচিহীন ভাষায় আক্রমণ করেছিলেন বিষ্ণুপুরের গেরুয়া সাংসদ। পুলিশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে ছুঁড়ে দিয়েছিলেন নানা অভব্য মন্তব্য। তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ। গ্রেফতারির আশঙ্কায় সাংসদ দ্বারস্থ হন হাইকোর্টের। সেই মামলার শুনানিতে শুক্রবার তাঁকেই ভর্ৎসনা করল আদালত। সাংসদকে ভর্ৎসনা করলেও আদালতের নির্দেশ, ১৫জুলাই পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।

Latest article