প্রতিবেদন : রাজ্যের যুক্তির কাছে মাথা নিচু করে আবাস যোজনায় বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার সময়সীমা বা়ড়ানো হল। ৩১ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া যাবে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আগে ওই সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর। আবাস যোজনা প্রকল্পের অনুমোদন ও বরাদ্দ নিয়ে দীর্ঘদিন টালবাহানা করছে কেন্দ্র। টাকার বদলে চাপিয়ে দেওয়া হয়েছে একাধিক শর্ত।
আরও পড়ুন-স্মৃতির দাপটে মেয়েদের জয়
যার মধ্যে অন্যতম ৩১ ডিসেম্বরের মধ্যে বাড়ি তৈরির চূড়ান্ত তালিকা অনুমোদনের বিষয়টি। নবান্নের তরফে সেই সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক প্রথম দফায় সেই আর্জি খারিজ করে দেয়। এবার যদিও সেই সময়সীমা বাড়াল কেন্দ্র। তবে শুধু এ রাজ্য নয়, বাকি সব রাজ্যের জন্যই বাড়ছে সময়সীমা। জানা গিয়েছে, কেন্দ্রীয় বরাদ্দ পেয়েও বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার ক্ষেত্রে একাধিক রাজ্য পিছিয়ে পড়েছে।
আরও পড়ুন-রফতানিতে রেকর্ড
বিশেষত উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিরও এখনও পর্যন্ত গ্রামীণ আবাস যোজনার লক্ষাধিক অনুমোদন বকেয়া রয়েছে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাড়ি তৈরির অনুমোদন না দেওয়া হলে সেই রাজ্যের কোটা অন্য রাজ্যে চলে যেতে পারে। সেক্ষেত্রে অন্যান্য রাজ্যগুলিরও বরাদ্দ কোটা অন্য রাজ্যে চলে যেতে পারে। তার জন্যই এই বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে বলেই দাবি নবান্নের আধিকারিকদের একাংশের।