প্রতিবেদন : মোহনবাগান প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই বড় ঘোষণা করলেন সবুজ-মেরুনের অন্যতম ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগান নামের শুরু থেকে সরে গেল এটিকে। আইএসএল ও অন্যান্য টুর্নামেন্টে দল খেলবে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’ নামে। মোহনবাগান সমর্থকদের কাছে ১৮ মার্চ দিনটি স্মরণীয় হয়ে থাকল।
আরও পড়ুন-আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
আইএসএল জয়ের আনন্দের সঙ্গে দীর্ঘদিনের আন্দোলনের জয়। তাই প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ দ্বিগুণ সমর্থকদের মধ্যে। মোহনবাগান ভারতসেরা হওয়ার পর গোয়েঙ্কা বলেন, ‘‘সমর্থকরা মোহনবাগান নামের আগে থেকে এটিকে শব্দ সরিয়ে নেওয়ার দাবি তুলেছিলেন। আমি আপনাদের দাবি মেনে নিচ্ছি। এটাই সদস্য-সমর্থকদের আমার উপহার।’’ পরের মরশুমে দলের নাম কী হবে, সেই ঘোষণাও করেছেন গোয়েঙ্কা। বলেছেন, ‘‘পরের মরশুম থেকে দলের নাম হবে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’। সবার দাবি মেনে নেওয়া হয়েছে।’’
আরও পড়ুন-পুলিশি হেফাজতে মৃত্যুতে শীর্ষস্থানে মোদি-শাহ’র গুজরাত
সবুজ-মেরুনে সেলিব্রেশন শুরু হয়েছে। কোচ জুয়ান ফেরান্দো বলেছেন, ‘‘ছেলেরা আত্মত্যাগ, পরিশ্রমের পুরস্কার পেল। এই ট্রফি ওদের প্রাপ্য ছিল।’’ ফাইনালে জোড়া গোল-সহ টুর্নামেন্টে ১২ গোল করা দিমিত্রি পেত্রাতোস বলেছেন, ‘‘দল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কৃতিত্ব কোনও একজনের নয়। সকলের অবদান। অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে এই সাফল্য এসেছে। সমর্থকদের ট্রফি উপহার দিতে পেরে আমরা খুশি।’’