আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে ৪-৩ গোলেহারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। তাতে উচ্ছসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে সবুজ-মেরুনকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mohun Bagan- Mamata Banerjee)।

শনিবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই সবুজ-মেরুন (Mohun Bagan- Mamata Banerjee) ভক্তদের আরও একটা বিশেষ উপহার দিলেন দলের অন্যতম শীর্ষকর্তা সঞ্জীব গোয়েঙ্কা। তিনি জানিয়ে দিলেন, মোহনবাগানের নামের পাশ থেকে সরে গেল এটিকে। যা নিয়ে দীর্ঘদিন ধরেই বাগান সমর্থকদের দাবি ছিল। নতুন মরশুম থেকে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে শতাব্দিপ্রাচীন ক্লাব।

আরও পড়ুন: মোহনবাগান থেকে সরল ATK, বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল সবুজ-মেরুনের

নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। ম্যাচের ১৪ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। তবে প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করে দেন সুনীল। ৭৮ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দিয়েছিলেন রয় কৃষ্ণ। কিন্তু ৮৫ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করে ২-২ করে দেন দিমিত্রি। অতিরিক্ত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানে বাজিমাত করে মোহনবাগান।

Latest article