হারের আতঙ্ক গ্রাস করেছে প্রধানমন্ত্রীকে

Must read

প্রতিবেদন : স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ স্পষ্ট করে দিল, তিনি একজন দেউলিয়া প্রধানমন্ত্রী, হারের আতঙ্কের বিভীষিকায় তাঁর হাঁটু কাঁপতে শুরু করেছে। মঙ্গলবার লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণকে এইভাবেই কড়া ভাষায় কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, স্বাধীনতা দিবসের ভাষণকে রাজনৈতিক ভাষণ— জনসভার ভাষণে পরিণত করেছেন ভীত প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসে পবিত্র সন্ধিক্ষণে দেশের প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে পরের বার আমিই আসব! এর থেকে আর বড় দেউলিয়াপনা আর কী থাকতে পারে? প্রধানমন্ত্রীর আসলে প্যানিক রি-অ্যাকশন চলছে।

আরও পড়ুন-প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব

তৃণমূলের স্পষ্ট কথা, স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তাঁর শেষ ভাষণ দিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী। ২০২৪ সালে ১৫ অগাস্টে লালকেল্লা থেকে ভাষণ দেবেন ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী। অবচেতন মন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় ফিরে না আসার আতঙ্ক তাড়া করছে। সেটাই প্রতিফলিত হয়েছে তাঁর ভাষণে।

Latest article