জুরিখ, ২৮ ফেব্রুয়ারি : ইউক্রেন আক্রমণের জের। ফুটবল বিশ্বে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া। পোল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র আগেই জানিয়ে দিয়েছিল তারা রাশিয়ার (Russia) বিরুদ্ধে কোনও ম্যাচ খেলবে না। এবার এই তালিকায় যোগ হল ইংল্যান্ডের নামও। ইউক্রেনের ওপর হামলার তীব্র নিন্দা করে, এ কথা ঘোষণা করেছে ইংল্যান্ডের ফুটবল নিয়ামক সংস্থা এফএ।
এদিকে ফ্রান্স দাবি জানিয়েছে রাশিয়াকে বাদ দিয়েই বিশ্বকাপের আয়োজন করার। সব মিলিয়ে ইউরোপীয় ফুটবল শক্তিধর দেশগুলি রাশিয়াকে একঘরে করার দাবিতে রীতিমতো এককাট্টা। নড়েচড়ে বসেছে ফিফাও। বিশ্বকাপ থেকে রাশিয়াকে (Russia) ছেঁটে না ফেললেও, ফিফা জানিয়ে দিয়েছে রাশিয়া নামে ভ্লাদিমির পুতিনের দেশ কোনও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে পারবে না। তাদের খেলতে হবে ‘ফুটবল ইউনিয়ন অফ রাশিয়া’ নামে।
আরও পড়ুন – রোহিতদের সতর্ক করছেন গাভাসকর
এখানেই শেষ নয়! শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ফিফা আরও জানিয়েছে, নিজেদের দেশে আপাতত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না রুশরা। তাঁদের নিরপেক্ষ ভেনুতে খেলতে হবে। এমনকী, রাশিয়ার জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। যদিও তাতে সন্তুষ্ট নয় ইউরোপীয় দেশগুলো।
মস্কোয় আগামী ২৪ মার্চ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে রাশিয়ার। ওই ম্যাচের বিজয়ী দল খেলবে চেক প্রজাতন্ত্র ও সুইডেন ম্যাচের জয়ীর বিরুদ্ধে। কিন্তু এই তিনটে দলই রাশিয়ার বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছে। একই সঙ্গে ফিফাকে ফের অনুরোধ জানিয়েছে বিশ্বকাপ থেকে রাশিয়াকে বহিষ্কার করার।
পোল্যান্ড ফুটবল সংস্থার প্রেসিডেন্ট সেজারি কুলেজার স্পষ্ট বক্তব্য, ‘‘ফিফার সিদ্ধান্ত মোটেই গ্রহণযোগ্য নয়। আমরা আগেই জানিয়েছি, রাশিয়ার বিরুদ্ধে আমরা খেলব না। রাশিয়া যে নামেই মাঠে নামুক, আমরা খেলব না।’’ চেক প্রজাতন্ত্রের ফুটবল সংস্থাও জানিয়ে দিয়েছে, নিরপেক্ষ ভেনু্তে খেলা হলেও, রাশিয়ার বিরুদ্ধে খেলার প্রশ্নই ওঠে না। সব মিলিয়ে ফুটবল বিশ্বে এই মুহূর্তে রীতিমতো কোণঠাসা পুতিনের দেশ!