বিরোধী রাজ্যগুলি নিয়ে যে বিজেপির বেশি মাথাব্যথা, সেই বিজেপি দারুণ বিপাকে। মধ্যপ্রদেশ বিজেপি অর্থাৎ শিবরাজ সিং চৌহানের সরকারের প্রায় ৩০০ কোটির তছরুপের কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। এই কেলেঙ্কারি কোনও বিরোধী দলের অভিযোগ নয়, মধ্যপ্রদেশের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল যে রিপোর্ট দিয়েছে সেখানেই রয়েছে এই দুর্নীতির কথা। অবশ্য দুর্নীতির পরেও শিবরাজ বলে চলেছেন, বিরোধীদের কারসাজি। অথচ সরকারি অডিট রিপোর্টেই ফেঁসেছে শিবরাজ সরকার। এরপরেই বিরোধীদের দাবি, সিবিআই এবং ইডিকে দিয়ে তদন্ত শুরু করতে হবে। বিরোধী কোনও রাজ্যে এই অভিযোগ উঠলেই বিজেপি এজেন্সি পাঠিয়ে দেয়। এক্ষেত্রে কেন হবে না? প্রশ্ন সর্বত্র।
আরও পড়ুন-মান্না স্মরণে ফুটবল
মধ্যপ্রদেশের হিসাবরক্ষক জেনারেলের একটি গোপনীয় ৩৬ পৃষ্ঠার একটি প্রতিবেদন, থেকে জানা গিয়েছে স্কুলছাত্রীদের জন্য বিনামূল্যের খাদ্য প্রকল্পের সুবিধাভোগীদের সনাক্তকরণ, উৎপাদন, বিতরণ এবং মান নিয়ন্ত্রণে বড় আকারের জালিয়াতি, অনিয়ম পাওয়া গেছে।
প্রতিবেদনের সূত্রে জানা গিয়েছে আরও কিছু গুরুতর ফলাফল। ২০২১এর জন্য টেক হোম রেশন (THR) স্কিমের প্রায় ২৪ শতাংশ সুবিধাভোগীর পরীক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, একটি প্রোগ্রাম যা ৪৯.৫৮ লক্ষ নিবন্ধিত শিশু ও মহিলাদের অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছিল।
আরও পড়ুন-ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির
প্রায় ১২ লক্ষ ব্যক্তির উপর অডিটরের ফলাফলের ভিত্তিতে এর মধ্যে রয়েছে ৬ মাস থেকে ৩ বছর বয়সী ৩৪.৬৯ লক্ষ শিশু, ১৪.২৫ লক্ষ গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মা এবং ০.৬৪ লক্ষ স্কুলের বাইরের কিশোরী বা ১১-১৪ বছর বয়সী OOSAGs।
নকল ট্রাকমন্ত্রিত্ব না পেয়ে হতাশা: বিধায়করা ফিরতে চান উদ্ধব শিবিরে
কেলেঙ্কারির পরিমান এমন ছিল যে, যে ট্রাকগুলিকে ৬.৯৪ কোটি টাকা মূল্যের১১২৫.৬৪ মেট্রিক টন রেশন পরিবহন করা হয়েছে বলে দাবি করেছে যে ছয়টি উত্পাদন কারখানা, সংস্থাগুলি দাবি করেছে, পরিবহন বিভাগ থেকে যাচাইকরণের পরে সেগুলি মোটরসাইকেল, গাড়ি, অটো এবং ট্যাঙ্কার হিসাবে নিবন্ধিত হয়েছে।
আরও পড়ুন-বিজেপি মন্ত্রীর বিতর্কিত মন্তব্য: টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য শাবানা-জাভেদরা
২০১৮ সালের এপ্রিলের মধ্যে রেশনের জন্য যোগ্য স্কুলছাত্রীদের সনাক্তকরণের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে একটি সমীক্ষা সম্পূর্ণ করতে বলা সত্ত্বেও, মহিলা ও শিশু উন্নয়ন (WCD) বিভাগ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত এটি শেষ করতে পারেনি।
স্কুল শিক্ষা দফতর ২০১৮-১৯ সালে ৯০০০ স্কুল-বহির্ভূত মেয়েদের সংখ্যা অনুমান করেছিল, WCD বিভাগ, কোনও বেসলাইন সমীক্ষা না করেই তাদের সংখ্যা ৩৬.০৮ লক্ষ বলে অনুমান করেছে।
আরও পড়ুন-ফের বর্ণবৈষম্যের শিকার ভারতীয়
নিরীক্ষা চলাকালীন, দেখা গেছে যে আটটি জেলার ৪৯ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, মাত্র তিনটি স্কুল বহির্ভূত মেয়ে নিবন্ধিত হয়েছিল। যাইহোক, একই ৪৯ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অধীনে, WCD বিভাগ ৬৩,৭৪৮ জন মেয়েকে তালিকাভুক্ত করেছে এবং ২০১৮-২১ তে তাদের মধ্যে ২৯,১০৪ জনকে সাহায্য করেছে বলে দাবি করেছে।এটি ডেটা ম্যানিপুলেশনের পরিমাণ নির্দেশ করে, যার ফলে ₹ ১১০.৮৩কোটি মূল্যের রেশনের মিথ্যা বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন-যাবেন মৌসম
এগুলি ছাড়াও, রেশন উত্পাদনকারী প্ল্যান্টগুলিও তাদের রেট এবং অনুমোদিত ক্ষমতার বাইরে উত্পাদনের উপায়ের রিপোর্ট করতে দেখা গেছে। যখন কাঁচামালের প্রয়োজন এবং বিদ্যুতের ব্যবহার প্রকৃত রেশন উৎপাদনের সাথে তুলনা করা হয়, তখন দেখা যায় এর মধ্যে ₹ ৫৮ কোটি প্রতারণা করা হয়েছে। মধ্যপ্রদেশের বাদি, ধর, মন্ডলা, রেওয়া, সাগর এবং শিবপুরীর ছয়টি প্ল্যান্ট ৮২১ মেট্রিক টন রেশন সরবরাহ করেছে বলে দাবি করেছে, যার দাম ₹ ৪.৯৫ কোটি টাকা, তাদের কাছে প্রথমত তেমন উপলব্ধ না থাকা সত্ত্বেও।
আরও পড়ুন-শিক্ষকদের শিক্ষক
আটটি জেলায়, শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তারা (সিডিপিও) গাছপালা থেকে ৯৭,০০০ মেট্রিক টন রেশন পেয়েছেন, তবে, তারা মাত্র ৮৬,০০০ মেট্রিক টন অঙ্গনওয়াড়িগুলিতে পাঠিয়েছেন। ১০,০০০ মেট্রিক টনেরও বেশি রেশন, যার দাম ₹ ৬২.৭২ কোটি টাকা, পরিবহন করা হয়নি বা গুদামে উপলব্ধ ছিল না, ইঙ্গিত করে যে এটি চুরি করা হয়েছে।
যদিও রেশনের নমুনাগুলি বিতরণের একাধিক পর্যায়ে রাজ্যের বাইরের স্বাধীন ল্যাবে পাঠানোর প্রয়োজন হয়, প্ল্যান্ট থেকে অঙ্গনওয়াড়িগুলিতে, তাদের গুণমান এবং পুষ্টির মান পরীক্ষা করার জন্য, এটি করা হয়নি। শিশু এবং মহিলারা নিম্নমানের রেশন পেয়ে থাকতে পারে।
আটটি নিরীক্ষিত জেলায়, কর্মকর্তারা ২০১৮-২১ তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিদর্শন করেননি, যা অত্যন্ত দুর্বল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণও নির্দেশ করে।
আরও পড়ুন-পুজোর লেখালিখি
এই অবস্থায় রাজ্যের নিজস্ব নিরীক্ষকের চমকপ্রদ অনুসন্ধান, বিজেপির দাবি নস্যাৎ করে দেয়। তারা সর্বক্ষণ বলে যে তারা যেখানে সরকার চালায় সেখানে কখনও কোনও দুর্নীতির অভিযোগ নেই৷ মধ্যপ্রদেশ সরকার এখনও রিপোর্টের কোন সদুত্তর দেয়নি। ২০২০ সালে উপনির্বাচনে পরাজয়ের পরে বিজেপি নেত্রী ইমারতি দেবীর পদত্যাগের পর থেকে মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের তত্ত্বাবধানে রয়েছে।
আরও পড়ুন-তিনটি বই অন্য স্বাদের
টিএইচআর প্রোগ্রামের তত্ত্বাবধান করেন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। তাকে একজন রাজ্য-স্তরের পরিচালক, ১০ জন যুগ্ম পরিচালক, ৫২ জন জেলা প্রোগ্রাম অফিসার এবং ৪৫৩ জন শিশু উন্নয়ন প্রকল্প অফিসার বা CDPO সাহায্য করেন।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টুইটবার্তায় এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ও মধ্যে প্রদেশের বিজেপি সরকারের নিন্দা করেছে। লেখা হয়, ‘বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার দুর্নীতিগ্রস্ত। @BJP4ইন্ডিয়া নেতারা বাচ্চাদেরও রেহাই দেয় না কিন্ত @dir_ed এমন খবরের পরেও সিবিআই ঘুমাবে! #PuppetsOfBJP স্ট্যান্ডের ভণ্ডামি আবার উন্মোচিত হল।’
The BJP-ruled Madhya Pradesh Govt is CORRUPT.@BJP4India leaders don’t even SPARE CHILDREN but @dir_ed and CBI will sleep through such news!
THE HYPOCRISY OF THE #PuppetsOfBJP STAND EXPOSED YET AGAIN.https://t.co/Bbrdu3Kx3f
— All India Trinamool Congress (@AITCofficial) September 4, 2022
এছাড়া আজকের এই ঘটনার নিন্দা করেছেন রাজ্যের মন্ত্রী ডঃ শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ডঃ কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ।
অরূপ বিশ্বাস লেখেন, ‘বড় ধরনের কেলেঙ্কারি উন্মোচিত! @নরেন্দ্রমোদি কি এই ঘটনার পরে #PuppetsOfBJP পাঠাবেন @চৌহান শিবরাজ?আমরা অপেক্ষা করব এবং দেখব কিন্তু এই ধরনের গুরুতর অন্যায়ের বিরুদ্ধে আমরা নীরব থাকব না।’
MASSIVE SCAM EXPOSED!
Will @narendramodi send the #PuppetsOfBJP after @ChouhanShivraj now?
We’ll wait and watch but WE WILL NOT STAY SILENT against such grave injustices. https://t.co/wNFCLtv7Y6
— Aroop Biswas (@aroopbiswasaitc) September 4, 2022
ডঃ কাকলি ঘোষ দস্তিদার লেখেন, ‘ এই ইস্যুতে সিবিআই ও ইডির নীরবতা প্রমাণ করেছে কে আসল #PuppetsOfBJP! ধিক্কার @চৌহান শিবরাজ এবং পুরো বিজেপি নেতৃত্ব এতটা দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য।’
Silence of @dir_ed and CBI regarding this issue PROVES WHO THE REAL #PuppetsOfBJP are!
Shame on @ChouhanShivraj and the entire BJP leadership for being so corrupt. https://t.co/s9vpIdtLAD
— Dr. KakoliGDastidar (@kakoligdastidar) September 4, 2022
এই নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য লেখেন, ‘এবার #PuppetsOfBJP কাজ দেখার সময়। বিজেপি নেতৃত্বাধীন সাংসদ মহিলা ও মহিলাদের জন্য বিনামূল্যে খাদ্য প্রকল্পে ব্যাপক কেলেঙ্কারির কথা ফাঁস হয়েছে৷ করদাতার টাকা লুট করে আমাদের সন্তানদের খাওয়ানো হচ্ছে না। লজ্জা! আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি। বুট চাটার পরিবর্তে লোকেরা এখানে তাদের কাজ করছে সেই দৃশ্য দেখতে চাই।’
It’s time to see #PuppetsOfBJP ACT.
Massive scam exposed in free food scheme for girls and women in BJP led MP.
You loot taxpayers’ money & then don’t feed our children. SHAME! We demand a thorough investigation. Let’s see people doing their jobs here instead of boot-licking. https://t.co/HhCZY00vva
— Chandrima Bhattacharya (@Chandrimaaitc) September 4, 2022
এই নিয়ে ডঃ শশী পাঁজা লেখেন, ‘বড় ধরনের কেলেঙ্কারি উন্মোচিত! বিজেপি নেতৃত্বাধীন সাংসদ মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধায়কের নাকের নীচে শিশু ও মহিলাদের জন্য বিনামূল্যে খাবার প্রকল্পে বড় আকারের অনিয়ম পাওয়া গেছে। @চৌহান শিবরাজ। @dir_ed আর সিবিআই-এর উচিত গোটা বিষয়টির গোড়া পর্যন্ত তদন্ত করা।’
MASSIVE SCAM EXPOSED!
In BJP-led MP, large-scale irregularities have been found in the free food scheme for girls and women under the nose of Women and Child Dev Dept. supervisor @ChouhanShivraj. @dir_ed & CBI should go all out to get the crux of the matter, only hoping! https://t.co/bhyQHV85pF
— Dr. Shashi Panja (@DrShashiPanja) September 4, 2022