নেত্রীর স্মৃতিচিহ্ন উঠে এল নবপ্রজন্মের হাতে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে আসা নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন তাঁদের মুখের উপরে যোগ্য জবাব দিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে আসা নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন তাঁদের মুখের উপরে যোগ্য জবাব দিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে উদ্বুদ্ধ করলেন নতুন প্রজন্মকে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শুক্রবার স্পষ্টভাষায় জানিয়ে দিলেন, হঠাৎ রাজনীতিতে আসেননি অভিষেক। রাজনীতিতে তাঁর হাতেখড়ি দু’বছর বয়সেই।

আরও পড়ুন-১২৭ বছরের বৃদ্ধার আশীর্বাদ-সহ জনসংযোগ যাত্রার বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা অভিষেকের

কাকদ্বীপের জনসভায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পাশে নিয়েই শোনালেন সেই কাহিনি। ১৯৯০ এর ঘটনা। সিপিএমের আক্রমণে মাথা ফেটে গিয়েছিল নেত্রীর। গুরুতর জখম হয়েছিলেন তিনি। হাসপাতাল থেকে ফেরার পরে মায়ের কোলে বসে সেকথা চুপ করে শুনছিলেন দু’বছরের ছোট্ট অভিষেক। তারপরেই একটা ছোট্ট পতাকা হাতে তুলে নিয়ে শুরু হল তাঁর স্লোগান— দিদির মাথা ভাঙলে কেন, সিপিএম জবাব দাও। আপন মনে ঘুরে ঘুরে যেন মিছিলও করছিলেন অভিষেক। সেই শুরু। সেই প্রতিবাদের ধারাবাহিকতা আজও অক্ষুণ্ণ। সেদিনের সেই ছবি ফ্রেমে বাঁধিয়ে এনে লাখো মানুষের সামনে এদিন অভিষেকের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-২৪-এ মোদিকে দিল্লি ছাড়া করার হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

বার্তা দিলেন আগামী প্রজন্মকে, স্বাগত জানালেন। উদ্বুদ্ধ করলেন তরুণ সমাজকে। বুঝিয়ে দিলেন, তাঁকে নিয়ে বা অভিষেকের রাজনীতিতে আসা নিয়ে যাঁরা পরিবারতন্ত্রের কথা বলছেন, তাঁদের অভিযোগ কতটা ভিত্তিহীন। নেতৃত্বগুণ এবং লড়াইয়ের মানসিকতা অভিষেকের মধ্যে বিকশিত হয়েছে সেই শৈশব থেকেই।

Latest article