মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার পুরসভার

বর্ধিত পার্কিং ফি নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শহর কলকাতার বর্ধিত ‘পার্কিং ফি’ প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। দলের তরফে এই ঘটনাকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানানো হয়। বর্ধিত পার্কিং ফি নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানান। মুখ্যমন্ত্রী খতিয়ে দেখার পর বর্ধিত পার্কিং ফি প্রত্যাহারের নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিমকে।

আরও পড়ুন-কর্মসংস্কৃতি ফেরাতেই বিদ্যুৎ দফতরে সাফল্য

এরপরই শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে ট্যুইট করে মানুষের অসুবিধায় সাড়া দেওয়ার জন্য কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানানো হয়। ট্যুইটে বলা হয়েছে, রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা কোনও অবস্থাতেই সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা চাপাতে চায় না। আমাদের ‘প্রো-পিপল স্ট্যান্ড’ থেকে আমরা সরছি না। জনতার কল্যাণ ও মঙ্গলই আমাদের প্রথম অগ্রাধিকার। এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলেন, শহরের বর্ধিত ‘পার্কিং ফি’ বৃদ্ধির বিষয়টি আমাদের দলের শীর্ষ নেতৃত্বের নজরে এসেছে। এলাকায় পার্কিংয়ের খরচ অনেকটা বেড়ে গিয়েছে। সাধারণ মানুষকে অনেকটা বাড়তি টাকা দিতে হচ্ছে। বিষয়টি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে। তিনি আমাদের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সাল থেকে এমন কাজ করেননি যাতে আমজনতার ওপর চাপ তৈরি হয়। সরকার বা দল এটা অনুমোদন করে না। মুখ্যমন্ত্রী চান না কোনও চাপ বাড়ুক। তিনি মহানাগরিককে জানিয়ে দিয়েছেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। শুক্রবার রাতে পুরসভা বিজ্ঞপ্তি দিয়ে বর্ধিত ফি প্রত্যাহার করে জানায়, শনিবার থেকে পুরনো হারেই পার্কিং ফি।

Latest article