পাল্টে গেল রাজভবনের নর্থ গেটের নাম

প্রসঙ্গত, বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলার সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন রাজ্যপাল বোস।

Must read

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Viswabharati University) ফলক নিয়ে বিতর্ক তুঙ্গে। শিক্ষামন্ত্রক অতি দ্রুত সেটি বদলে ফেলার নির্দেশ দিয়েছে । বিশ্বভারতী কর্তৃপক্ষকে নতুন করে ফলক বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষের থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) এই মর্মে রিপোর্ট চাইলেন। ইউনেসকোর গ্লোবাল হেরিটেজ সাইট হিসেবে বিশ্বভারতী স্বীকৃতি পাওয়া প্রসঙ্গে নতুন ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে কী পরিকল্পনা করা হচ্ছে রাজ্যপাল বোস সেই বিষয়েও জানতে চেয়েছেন।

আরও পড়ুন-হাসপাতালে ভর্তি গায়ক বিশাল দাদলানি

রাজভবন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে কবিগুরুর প্রতি সম্মান জানাতে কলকাতায় রাজভবনের নর্থ গেটের নাম পাল্টানো হবে। রাজভবনের নর্থ গেটের নতুন নাম হতে চলেছে ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গেট’।

আরও পড়ুন-ছাত্রজীবনে বিজেপির ব্রিজভূষণ শরণ সিংয়ের কুকীর্তি প্রকাশ্যে, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

প্রসঙ্গত, বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলার সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন রাজ্যপাল বোস। বিশ্বভারতীর ফলক বিতর্ক নিয়েও মন্তব্য করেন বাংলার সাংবিধানিক প্রধান। রাজ্যপাল এই বিষয়ে বলেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা তো বটেই, ভারত তথা গোটা বিশ্বের সাংস্কৃতিক জগতের কাছে এক প্রতীক হয়ে রয়েছেন। বিশ্বভারতীতে নতুন ফলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মানিত করা উচিত।’

Latest article