আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল ‘বন্ধ’ করার হুমকি খালিস্তানি জঙ্গি নেতার

Must read

আগামী কাল রবিবার গুজরাতের আহমেদাবাদে হছে বিশ্বকাপ ফাইনাল। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হতে চলা এই বিশ্বকাপ ফাইনাল বন্ধ করার হুমকি দিয়ে এবার ভিডিও প্রকাশ করল খালিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun)। নিষিদ্ধ খালিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর প্রতিষ্ঠাতা গুরপতবন্ত সিং পান্নুনের ওই ভিডিওতে ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা এবং ২০০২ সালের গুজরাত দাঙ্গা সম্পর্কে কথা বলতে শোনা গিয়েছে। প্রকাশ্যে আসা ওই ভিডিওতে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়কে উস্কানি দিতে দেখা গিয়েছে পান্নুনকে। একইসঙ্গে ইজরায়েল ও হামাস যুদ্ধে ভারতের অবস্থান নিয়েও মন্তব্য করেন ওই খালিস্তানি নেতা। পাশাপাশি তিনি হুমকি দেন আহমেদাবাদে আইসিসির বিশ্বকাপ ফাইনাল অবিলম্বে বন্ধ করে দেওয়ার জন্য। এই ধরনের হুমকি দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই প্রবাসী ওই শিখ নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

তবে পান্নুনের এই হুমকি ভিডিও বার্তা এই প্রথমবার নয়, এর আগে অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে ইজরায়েল ও প্যালেস্টাইনের যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন পান্নুন (Gurpatwant Singh Pannun)। সেই ভিডিওতে আমেরিকা-ভিত্তিক নিষিদ্ধ শিখস ফর জাস্টিস সংগঠনের প্রধান বলেন, “পাঞ্জাব থেকে প্যালেস্টাইন পর্যন্ত অবৈধ দখলদারদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ জানাবে এবং তা সহিংসতার জন্ম দেবে।”

আরও পড়ুন- লুকিয়ে গ্রাহকদের ওপর করের বোঝা চাপাল কেন্দ্র, ভারতীয় ডাক বিভাগের ২৭টি পরিষেবায় জিএসটি

Latest article