প্রবীণতম নবতিপর অপরাজেয় গোপাল

৩৪ বছরের বাম জমানাও তাঁকে দমাতে পারেনি। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি— জয়ী হয়েছেন। এবারও জয় নিশ্চিত।

Must read

সংবাদদাতা, দাসপুর : নব্বইয়ে পা দিয়েও ভোটে লড়ছেন অপরাজেয় গোপাল নন্দী। কখনও দলীয় প্রতীকে, কখনও নির্দল। বরাবর জয় ধরা দিয়েছে তাঁকে। ১৯৬৫ থেকে একটানা জিতে এসেছেন। এবারও নিশ্চিত এভারগ্রিন গোপাল। রাজ্যে প্রথম যখন পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছিল, তখন থেকেই রাজনীতিতে হাতেখড়ি দাসপুরের গোপাল নন্দীর। ৩৪ বছরের বাম জমানাও তাঁকে দমাতে পারেনি। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি— জয়ী হয়েছেন। এবারও জয় নিশ্চিত।

আরও পড়ুন-মায়ের মধ্যে ছিল অদ্ভুত ছেলেমানুষি

দেওয়াল লিখতে হবে না, দলীয় পতাকা নিয়ে ঘুরতে হবে না। তৃণমূলের প্রার্থী গোপাল নন্দীর এটাই শেষ কথা। পশ্চিম মেদিনীপুরের দাসপুর-১ নম্বর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ৩০৫ নম্বর বুথের গোবিন্দনগরের বাসিন্দা গোপাল। ছাত্রজীবনে রাজনীতিতে হাতেখড়ি। করতেন কংগ্রেস। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গোপালের বিরুদ্ধে লড়াই করছেন বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী। তবে শেষ হাসি হাসবেন গোপাল নন্দী, সেটা বিরোধীরাও স্বীকার করছেন।

Latest article