দল ছেলেকে যোগ্য সম্মান দিচ্ছে না, দিলীপের মায়ের বিস্ফোরক অভিযোগ

Must read

রাজ্য বিজেপির যেটুকু উত্থান, তার পিছনে দিলীপ ঘোষের অবদান অনেকখানি। জেলায় জেলায় সংগঠন বৃদ্ধি করেছেন। রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপির সাংসদ ২ থেকে ১৮ হয়েছিল। কখনও ভোটে হারেননি, উল্টে অনেক হেভিওয়েট প্রার্থীকে হারিয়েছেন। অথচ সেই দিলীপকে বর্তমানে তাঁর দলই গুরুত্ব দিচ্ছে না। ন্যূনতম সম্মানটুকুও দিচ্ছে না। শুধু তাই নয়, ওঁকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুর আসনে দেওয়া হয়েছে। মুখে না বললেও রাজ্য নেতৃত্বের মনোভাব যেন ওঁকে টিকিট না দিলেই ভাল হত। শেষমেশ টিকিট দিলেও দলীয় নেতৃত্ব সেভাবে পাশে থাকছে না। এককথায় দলে কোণঠাসা দিলীপ। এই বিস্ফোরক অভিযোগ যিনি করলেন, তিনি অন্য কেউ নন, ওঁর মা পুষ্পলতা ঘোষ। গ্রামের বাড়িতে বসে অভিমানভরে বলেন, ‘ছেলে দলের জন্য অনেক পরিশ্রম করেছে। কিন্তু দল ছেলেকে ভালবাসেনি।’ স্বাভাবিকভাবেই এই মন্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল। তবে দল পাশে থাকুক বা না থাকুক, ছেলের জয়ের ব্যাপারে প্রত্যয়ী মা। বললেন, যেখান থেকেই লড়াই হোক, ছেলে জিতবেই। মায়ের মন্তব্য নিয়ে দিলীপের প্রতিক্রিয়া, দল যেটা ভাল ঝুঝেছে, সেটাই করেছে। ওসব নিয়ে ভাবি না। মায়ের আশীর্বাদ আমার সঙ্গে আছে।

আরও পড়ুন- একজনের হাতে রক্ত অন্যজন দেশের লজ্জা: একতিরে ২ বিজেপি প্রার্থীকে বিঁধলেন মমতা

Latest article