প্রচারে বেরিয়েও দুই তৃণমূল প্রার্থী দেখলেন রোগী

Must read

সুমন তালুকদার, বারাসত : ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে। বারাসত পুরসভার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থী দুই চিকিৎসককে দেখে সে কথাই আলোচনা করলেন সাধারণ মানুষজন। দুই চিকিৎসকের একজন হলেন উত্তর ২৪ পরগনায় অত্যন্ত পরিচিত মুখ, যিনি কোভিড প্রোটোকল ম্যানেজমেন্টে জেলার কো-অর্ডিনেটরের দায়িত্ব সামলাচ্ছেন এবং অতিমারির সময় নিজেকে উজাড় করে দিয়েছেন, সেই ডাঃ বিবর্তন সাহা। উনি বারাসত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থী। অন্যজনও করোনা-কালে মানুষের অক্লান্ত সেবা করেছেন এবং এখনও করছেন, তিনি ডাঃ সুমিতকুমার সাহা। ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। সে অর্থে দু’জনই প্রত্যক্ষ রাজনীতিতে নবাগত। তবুও ওঁদের প্রচার সাধারণ মানুষের নজর কেড়েছে। প্রচারে বেরিয়েও যেমন জনসংযোগ বাড়াচ্ছেন, তেমনই অসুস্থ মানুষজনের চিকিৎসাও করছেন, সাধ্যমতো বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করছেন। ২১ এবং ১৩, দুটি ওয়ার্ডই দীর্ঘদিন সিপিএমের দখলে ছিল। উন্নয়ন না করে শুধু রাজনীতি করতে গিয়ে ওরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবার দুই সেবাব্রতী চিকিৎসককে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থী হিসাবে পেয়ে আশায় বুক বাঁধছেন দুই ওয়ার্ডের মানুষ। তাই জয়ের ব্যাপারে নিশ্চিত দুই প্রার্থী। বললেন, রাস্তা, জল, নিকাশি ইত্যাদি অনেক কাজ বাকি। সেগুলো তো করতে হবেই। পাশাপাশি চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নও ঘটাবেন।

Latest article