তিন অসুস্থ পরীক্ষার্থীকে হাসপাতালে পৌঁছল পুলিশ

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি ও রায়গঞ্জ : জীবনবিজ্ঞান পরীক্ষা (Madhyamik Exam) চলাকালীন অসুস্থ হয়ে পড়ল পরপর তিন পরীক্ষার্থী। তিনজনকেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসে ধূপগুড়ি থানার পুলিশ। ধূপগুড়ি ব্লকের গোসাঁইরহাট রাজামোহন হাইস্কুলের দুইজন পরীক্ষার্থী এবং আংরাভাষা বংশীবদন হাইস্কুলের এক পরীক্ষার্থী আচমকাই অসুস্থ হয়ে পড়ে। স্কুলের তরফে প্রাথমিক চিকিৎসা করা হলে সুস্থ না হয়ে উঠলে পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের চিকিৎসা শুরু করে। পরবর্তীতে তিনজন কিছুটা সুস্থ বোধ করলে হাসপাতালেই পরীক্ষার (Madhyamik Exam) ব্যবস্থা করা হয়। গোসাঁইরহাট রাজামোহন হাইস্কুলের ছাত্রী মামণি রায়, তার পরীক্ষা কেন্দ্র পড়েছিল আংরাভাষা বংশীবদন হাইস্কুলে। সেখানেই পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যেই মামণি অসুস্থ পড়ে। অপরদিকে গোসাঁইরহাট রাজামোহন হাইস্কুলের গায়ত রায় এবং অনিন্দিতা রায় অসুস্থ হয়ে পড়ে। পাশাপাশি ইটাহার ব্লকের দিগনা হাইস্কুলে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সাথী খাতুন নামে এক পরীক্ষার্থী। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে বসেই এদিন পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী।

আরও পড়ুন: কোচবিহারকে অশান্ত করতে চায় বিজেপি

Latest article