সংবাদদাতা, ঝাড়গ্রাম : ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জেলার সাঁকরাইল ব্লকে দলকে আরও শক্তিশালী করতে উদ্যোগী হল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার আন্ধারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়ধরা সংসদে কর্মী সম্মেলনের আয়োজন হয় এই লক্ষ্যেই। সম্মেলনে মানুষের সমাবেশ দেখে খুশি তৃণমূল নেতৃত্ব। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পঞ্চায়েত ভোটে সাঁকরাইল ব্লকে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করে তুলতেই কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন-অনিশ্চিত কমনওয়েলথেও এশিয়াড ট্রায়ালে রাজি নন সাইনা
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে সাঁকরাইল ব্লকে আশানুরূপ ফল হয়নি দলের। এরপর ধীরে ধীরে অবস্থা বদলেছে। কর্মী সম্মেলনে ব্লক তৃণমূল সভাপতি কমলকান্ত রাউত বলেন, ‘‘গড়ধরা সংসদ ২০১১ সালের আগে থেকেই তৃণমূল পিছিয়ে ছিল। গত নির্বাচনে ৩০০ ভোট কম পায় দল। তবে আজ এই সম্মেলনে মানুষের উপস্থিতি বলে দিচ্ছে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস।’’ তিনি বলেন, ‘‘১ বছর ৭ মাস হল আমি ব্লকের দায়িত্ব নিয়েছি। এখনও এক বছর বাকি পঞ্চায়েত নির্বাচনের।
আরও পড়ুন-বোর্ড-বৈঠকে ঋদ্ধি-ইস্যু
তবে এখন থেকেই আমাদের প্রস্তুত হতে হবে। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে আরও বেশি করে মিশতে হবে। ব্লকের প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেস যাতে জয়লাভ করে তার জন্য সক্রিয় হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি প্রকল্প মানুষের সামনে তুলে ধরতে হবে। যাতে উন্নয়ন দেখেই মানুষ মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে এগিয়ে আসেন।’’ কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন কমলকান্ত ছাড়াও ব্লক সহসভাপতি অনুপ মাহাতো, জেলা কমিটির সদস্য ভাগবত মান্না, আন্ধারি অঞ্চল সভাপতি প্রণব ধাউড়িয়া প্রমুখ।