সংবাদদাতা, শিলিগুড়ি : চা-শ্রমিকদের উপস্থিতিই প্রমাণ করল উন্নয়ন করেছে রাজ্য সরকার। সোমবার নকশালবাড়ির আদিবাসী ময়দানে চা-বাগান শ্রমিক সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়। ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের শ্রম ও আইন দফতরের মন্ত্রী মলয় ঘটক, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী ও আইএনটিটিইউসির দার্জিলিং জেলা সভাপতি নির্জল দে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর বৈঠকে ভার্চুয়ালি যোগ
মন্ত্রী মলয় ঘটক বলেন, ‘‘বাম আমলে মজুরি বৃদ্ধি হয়নি চা-শ্রমিকদের। আর বিজেপি শুধু মূল্যবৃদ্ধি করেছে।’’ পাশাপাশি আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী বন্ধ চা-বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু রাজ্য সরকার বন্ধ চা-বাগান খোলার ব্যাপারে উদ্যোগী হয়েছে এবং চা-বাগান খুলেছে। এই সভায় উপস্থিত ছিলেন পাপিয়া ঘোষ, নির্জল দে, নকুল সোনার, বীরেন্দ্র বরা ওঁরাও, অলোক চক্রবর্তী, দীপক প্রধান, এন বি খাওয়াস, মান্নালাল জৈন, মোসারফ হোসেন, বাদল দাশগুপ্ত প্রমুখ।