বোল্যান্ডের স্বপ্নের স্পেল, অ্যাসেজ অস্ট্রেলিয়ারই

অ্যাসেজ পুনরুদ্ধারে ব্যর্থ হওয়ার পাশাপাশি আরও একটি লজ্জার রেকর্ড গড়ল ইংল্যান্ড। চলতি বছরে এ নিয়ে ৯টি টেস্ট হারলেন রুটরা।

Must read

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর : আড়াই দিনেরও কম সময়ে বক্সিং ডে টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। তাও আবার ইনিংস ও ১৪ রানের বিরাট বড় ব্যবধানে। মঙ্গলবার তৃতীয় দিনের লাঞ্চের আগেই ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস প্রায় একার হাতেই মাত্র ৬৮ রানে গুটিয়ে দেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার স্কট বোল্যান্ড। তাঁর বোলিং বিশ্লেষণ ৪-১-৭-৬!

আরও পড়ুন-আসানসোলে ব্যাকফুটে বিরোধীরা

৩২ বছর বয়সি বোল্যান্ডের টেস্ট অভিষেক ঘটেছে ঘরের মাঠ এমসিজিতে। আর জীবনের প্রথম টেস্টেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ছিনিয়ে নিলেন তিনি। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রান দিয়ে পাঁচ বা তার বেশি উইকেট শিকারের নয়া রেকর্ড গড়লেন বোল্যান্ড। তিনি ভেঙেছেন আরেক অস্ট্রেলীয় বোলার চার্লস টার্নারের ১৩৪ বছরের পুরনো রেকর্ড। ইংল্যান্ডের ইনিংসে মাত্র দু’ব্যাটসম্যান দু’অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন। অধিনায়ক জো রুট (২৮) এবং বেন স্টোকস (১১)।

আরও পড়ুন-জমা জল দেখতে যান অন্য রাজ্যে

এদিকে, অ্যাসেজ পুনরুদ্ধারে ব্যর্থ হওয়ার পাশাপাশি আরও একটি লজ্জার রেকর্ড গড়ল ইংল্যান্ড। চলতি বছরে এ নিয়ে ৯টি টেস্ট হারলেন রুটরা। ফলে এক বছরে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হারের বাংলাদেশের রেকর্ড ছুঁয়ে ফেলল ইংল্যান্ড। ২০০৩ সালে বাংলাদেশও ৯টি টেস্ট হেরেছিল। ম্যাচের পর বিধ্বস্ত রুটের বক্তব্য, ‘‘এই হার আমাকে পুরোপুরি ক্ষতবিক্ষত করে দিয়েছে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমাদের সময় লাগবে। তবে অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতেই হবে। শুধু এই টেস্টেই নয়, চলতি সিরিজেই এখনও পর্যন্ত ওরা আমাদের উড়িয়ে দিয়েছে।’’

Latest article