‘কর্মশ্রী’ প্রকল্পে মহিলা জব কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

Must read

১০০ দিনের কাজের বিকল্প হিসাবে রাজ্যে চালু হওয়া ‘কর্মশ্রী’ (Karmashree) প্রকল্পে কাজ দেওয়ার ক্ষেত্রে মহিলা জব কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের আওতায় অন্তত ৫০ দিনের কাজ দেওয়া নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভা ‘কর্মশ্রী’ প্রকল্পে ছাড়পত্র দেওয়ার পরে পঞ্চায়েত দফতর এই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। সেখানেই প্রকল্পে (Karmashree) কাজ দেওয়ার ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকারের কথা স্পষ্ট ভাবে জানানো হয়েছে। তবে কাজ তো আর আগে তা মহিলাদের উপযুক্ত কিনা তাও নিশ্চিত করতে বলা হয়েছে। একইসঙ্গে, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত জব কার্ডধারীদেরও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। তবে কোনও ক্ষেত্রেই টানা ১৪ দিনের বেশি কাজ দেওয়া যাবে না। বেশি সংখ্যক জব কার্ডধারীদের কাজ দিতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব কাজে দক্ষতার প্রয়োজন নেই সেধরনের সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে নিযুক্ত ঠিকাদারদের জব কার্ড-ধারীদের বাধ্যতামূলকভাবে নিযুক্ত করতে হবে। এই মর্মে শংসাপত্র জমা দেওয়ার পরেই তা পরীক্ষা করে ঠিকাদারদের টাকা দেওয়া হবে। পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ৫৯ লক্ষ জব কার্ডধারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়ার মজুরি পাঠিয়েছে রাজ্য। তাঁদের মধ্যে ২৬ লক্ষ ২৬ হাজার ৩০৭ জনই মহিলা।

আরও পড়ুন- দেশজুড়ে চক্রান্তের নাগরিকত্ব সংশোধনী আইন লাগু

Latest article