গুয়াহাটি, ২৭ নভেম্বর : বর্ষাপাড়া স্টেডিয়ামে অনেক রান হয়। আর যদি চার-ছয়ের হিসেব ধরা হয়, তাহলে অ্যাডভান্টেজ ভারত। কেন? এইজন্য যে, প্রথম দুই ম্যাচে ভারতীয় ব্যাটাররা ৩৬টি বাউন্ডারি ও ২৪টি ওভার বাউন্ডারি মেরেছেন। হিসেবটা অস্ট্রেলিয়ার থেকে বেশি।
আরও পড়ুন-ঐতিহ্যের রাস উৎসবে থিমের জোয়ার নবদ্বীপে
ভারত অবশ্য দুটি ম্যাচ জিতে ২-০-তে এগিয়ে রয়েছে। মঙ্গলবার জিতলে সিরিজ ভারতের দখলে এসে যাবে। টি ২০ সিরিজের বাকি দুই ম্যাচ নিয়মরক্ষার হয়ে যাবে। তবে অস্ট্রেলিয়া আগের ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলকে খেলিয়েছে। না জিতলেও এতে একটা বার্তা স্পষ্ট, অজিরা এই সিরিজের হাল ছাড়তে নারাজ।
বিশ্বকাপের পর এক সপ্তাহের ছুটি কাটিয়ে পরের ম্যাচে দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার। তিনি ফিরলে প্রথম এগারোয় একটা পরিবর্তন হবে। সহ-অধিনায়কের দায়িত্বও ঋতুরাজের হাত থেকে চলে আসবে তাঁর উপর। শ্রেয়স দলে ফেরায় চাপ বাড়ছে তিলক ভার্মার। তিনি যদি তৃতীয় ম্যাচে খেলার সুযোগ পান, তাহলে তাঁর জন্য এটা শেষ সুযোগ হতে পারে। কারণ শ্রেয়স এসে গেলে তিলকের জায়গাতেই হয়তো তিনি খেলবেন।
বর্ষাপাড়া স্টেডিয়ামে ৪০ হাজার লোক ধরে। ফলে প্রবল জনসমর্থন নিয়ে সূর্যরা মঙ্গলবার মাঠে নামবেন। আর এই মাঠে যেহেতু অনেক রান হয়, তাই যাঁরা খেলা দেখতে আসবেন তাঁরা ম্যাচ উপভোগ করতে পারবেন। আগের ম্যাচের সেরা যশস্বী জয়সোয়াল বলেছেন, তিনি সাহসী ক্রিকেটই চালিয়ে যাবেন। কোচ ও অধিনায়ক তাঁকে সেভাবে খেলার স্বাধীনতা দিয়েছেন।
আরও পড়ুন-খবরে নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়াতে চায় কেন্দ্রীয় সরকার
অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বড় সমস্যা হয়েছে এটাই যে, ম্যাক্সওয়েল, স্মিথ, স্টয়নিস ও জাম্পার মতো ক্রিকেটাররা ৯ সপ্তাহ ধরে ভারতে পড়ে রয়েছেন। ফলে তাঁদের মধ্যে ক্লান্তি আসতে বাধ্য। এঁদের মধ্যে কয়েকজন এবার বিগ ব্যাশে ব্যস্ত হয়ে পড়বেন। স্মিথ খেলবেন ঘরের মাঠে পাকিস্তান সিরিজে।