খবরে নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়াতে চায় কেন্দ্রীয় সরকার

Must read

কেন্দ্রের আনা ব্রডকাস্টিং বিলের খসড়ায় নেটফ্লিক্স, আমাজনের মতো ওটিটি প্লাটফর্মগুলিকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। পাশাপাশি এই বিলের বিধির আওতায় রাখা হয়েছে খবর (News) সম্পর্কিত কনটেন্টও। বিলের বিধি অনুযায়ী ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সামাজিক মাধ্যমে খবর বা কোনও কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করলে সেটির ওপর নজর রাখা হবে। ওটিটি প্লাটফর্মগুলিতে এই বিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। এবার থেকে সেই সমস্ত অনলাইন এবং ওটিটি প্লাটফর্মগুলিকে ব্রডকাষ্টার হিসেবে চিহ্নিত করা হতে চলেছে। এই বিলের ২০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিলের বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, দেশের সাধারণ নাগরিক বা সাংবাদিকরা ইউটিউব বা ইনস্টাগ্রামে খবরের কনটেন্ট প্রকাশ করলেও এই বিধি মেনে চলতে হবে। তবে মাঝেমধ্যে খবরের কনটেন্ট প্রকাশ করলে সেগুলি বিলের আওতার বাইরে থাকবে। একইসঙ্গে জানানো হয়েছে, খবরের কাগজ বা ই-পেপার এই বিলের আওতার বাইরে থাকবে। সাংবাদিকদের নিজেদের খবর (News) সামাজিক মাধ্যমে পোষ্ট করার ক্ষেত্রেও ন্যূনতম একটি সীমারেখা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে বিলে। সরকার বিরোধী কোনও কনটেন্ট যাতে ভাইরাল না হয়ে যায়, সেটি আটকানোই কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য বলে দাবি ওয়াকিবহাল মহলের। গত ১০ নভেম্বর বিলের খসড়া প্রকাশ্যে আনা হয়েছে।

আরও পড়ুন-৩ সন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি

Latest article