জেলায় জেলায় প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ মিটছে জানালো তৃণমূল কংগ্রেস

তালিকা প্রকাশের পরেই দিকে দিকে প্রচারে নেমে পড়েছেন দলীয় প্রার্থীরা। দলের তরফে পুরভোটের জন্য কো-অর্ডিনেটর ঠিক করে দেওয়া হয়েছে।

Must read

পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ মিটছে। জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আগেই জেলায় জেলায় তালিকা চলে গিয়েছিল। যেটুকু সংশোধন প্রয়োজন ছিল সংশ্লিষ্ট জেলায় আলোচনা করে তা ঠিক করে দেওয়া হয়েছে। সকলে মিলেই একসঙ্গে কাজ করবে।

আরও পড়ুন-মৌলালিতে প্রকাশ্য রাস্তায় দুই তরুণীকে উত্যক্ত করার অভিযোগে আটক ২

তালিকা প্রকাশের পরেই দিকে দিকে প্রচারে নেমে পড়েছেন দলীয় প্রার্থীরা। দলের তরফে পুরভোটের জন্য কো-অর্ডিনেটর ঠিক করে দেওয়া হয়েছে। এই আবহে এখন সকলের মনোযোগ পুরভোটের প্রচারে। যাদের অসন্তোষ ছিল তারাও এখন দলীয় প্রার্থীর হয়ে প্রচারে মনোযোগ দিয়েছে। তাই আর কোথাও কোনো বিতর্কের অবকাশ নেই।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষে রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়ের সই করা তালিকা অনুযায়ী দলীয় প্রার্থীরা মনোনয়ন দিচ্ছেন। প্রথম দ্বিতীয় বলে কোনো তালিকা নেই। একটাই তালিকা। নিজেই একথা জানালেন দলের মহাসচিব। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল সুসংহত। বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়নের কাজ করেছেন তাতে বাংলার মানুষ জানেন তাঁর উপর আস্থা রাখলেই সকলের ভালো হবে।

Latest article