কথা রাখলেন জয়ী প্রার্থী, হাসপাতালে লাগল পাখা

দেগঙ্গায় ১৩টি গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষের একমাত্র ভরসা দেগঙ্গা বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতাল। প্রচুর রোগী চিকিৎসার জন্য আসেন

Must read

সংবাদদাতা, দেগঙ্গা : ভোটের আগের প্রতিশ্রুতি, ভোট মিটতেই প্রতিশ্রুতিপূরণ। দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যদের উদ্যোগে দেগঙ্গা বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে রোগী ও রোগীর আত্মীয়দের সুবিধার্থে একাধিক ওয়ার্ড ও আউটডোরে লাগানো হল পাখা। জয়ী তৃণমূল প্রার্থীদের এই কাজে খুশি রোগী থেকে রোগীর আত্মীয়েরা।

আরও পড়ুন-বিশ্বভারতীতে র‍্যাগিং, হস্টেল থেকে বহিষ্কার তিন পড়ুয়াকে

দেগঙ্গায় ১৩টি গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষের একমাত্র ভরসা দেগঙ্গা বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতাল। প্রচুর রোগী চিকিৎসার জন্য আসেন। আউটডোরে বিরাট লাইন পড়ে। গরমে তাঁদের নাজেহাল অবস্থা হয়। তার হাত থেকে বাঁচাতে পঞ্চায়েত সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পাখা লাগিয়ে দিলেন পঞ্চায়েত প্রধান ও অন্য পঞ্চায়েত সদস্যরা। ভোটের আগে হাসপাতাল পরিদর্শনে আসেন দেগঙ্গার ব্লক সভাপতি ও অন্যরা। তখনই তাঁদের কাছে হাসপাতাল পাখা লাগানোর আবেদন করেন রোগীর পরিজন এবং চিকিৎসকরা। পঞ্চায়েত ভোট মিটতেই পূরণ হল সেই অনুরোধ।

Latest article