মহালয়াতে চেতলা অগ্রণী থেকেই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Must read

রাত পোহালেই মহালয়া। পিতৃ পক্ষের অবসান।শুরু দেবী পক্ষ। প্রতিবারের মত এবারও মহালয়া থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বেশ কয়েকটি প্রতিমার চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী অৰ্থাৎ, বঙ্গজননীর হাতে বিশ্বজননীর চক্ষুদান।

আরও পড়ুন-যোগীর পুলিশ সব ভ্যানিশ করে দিয়েছে, জানালেন কাকলি ঘোষদস্তিদার

এবারও মহালয়ার দিন প্রথমে ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । সেখানে মায়ের চক্ষুদান করবেন তিনি। এরপর সেলিমপুর, বাবুবাগান, ৯৫ পল্লি, যোধপুর পার্কের পুজোরও উদ্বোধন করবেন। তার আগে দুপুর তিনটে নজরুল মঞ্চে দলীয় মুখপত্র “জাগো বাংলা” শারদ সংখ্যার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত করোনা মহামারি রেশ এখনও পুরোপুরি কাটেনি, তাই গত বছরের মতো এবারও উদ্যোক্তাদের বিধি-নিষেধ মেনেই দুর্গাপুজোর আয়োজন করতে হবে।

Latest article