মণিপুর নিয়ে উত্তাল কাঁথি

Must read

সংবাদদাতা, কাঁথি : প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে, রাজ্যের বিরোধী দলনেতার পাড়ায়, মণিপুর ইস্যুতে (Manipur Issue) তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিলে মানুষের ঢল নামল, বুধবার। কাঁথি শহর ও কাঁথি ১ ব্লক তৃণমূল এবং যুব তৃণমূল সম্মিলিতভাবে মণিপুরে অমানুষিক অত্যাচারের ঘটনায় বিজেপি তথা কেন্দ্র সরকারের ব্যর্থতা ও নীরবতার প্রতিবাদে, এদিন এই ধিক্কার মিছিলের ডাক দিয়েছিল। মন্ত্রী অখিল গিরি, জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক তরুণ জানা, কাঁথি শহর তৃণমূল সভাপতি হরিসাধন দাস অধিকারী, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী মধুরিমা মন্ডল, আনোয়ার উদ্দিন, সুরজিৎ নায়ক, ইলা মান্না, তনুশ্রী চক্রবর্তী, দেবাশিস পাহাড়ির মতো নেতা-নেত্রীরা ছাড়াও বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পা মেলান। মিছিল শহর পরিক্রমার পর বিরোধী দলনেতার পাড়ায় ক্যানেলপাড়ের ভবতারিণী মন্দির প্রাঙ্গণে প্রতিবাদসভা হয়। সভায় অখিল বলেন, পশ্চিমবঙ্গে একটা ইন্দুর মরলেই কেন্দ্র এখানে একের পর এক প্রতিনিধি দল পাঠায়। কমিশনের পর কমিশন হয়। কিন্তু মণিপুরের (Manipur Issue) ক্ষেত্রে কেন্দ্রের প্রতিনিধি দল কোথায়? মোদী, অমিত শাহরা মুখে কুলুপ দিয়েছেন কেন? সুপ্রকাশ বলেন, মোদি বেটি পড়াও বেটি বাঁচাওয়ের কথা বলেছিলেন। মণিপুরের যে সমস্ত মহিলা অত্যাচারিত হচ্ছেন, তাঁরা কি ভারতের ‘বেটি’ নয়? ভারত মাতার সন্তান নয়? তরুণ বলেন, ডাবল ইঞ্জিন সরকারের কথা শোনানোর জন্য একুশের নির্বাচনের আগে শাহ, মোদিরা বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন। মনিপুরের ডাবল ইঞ্জিন সরকারের এই কি নমুনা? এদিনের মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেওয়া হয়।

আরও পড়ুন- শিল্পোদ্যোগে উৎসাহ দিতে মুখ্যমন্ত্রীর অভিনব ভাবনা

Latest article