সমস্যার সমাধান করবে তৃণমূল, মিথ্যাচার করবে বিজেপি: ব্রিগেডে মেগা সমাবেশে গেরুয়া শিবিরকে তুলোধনা ঘাসফুলের

Must read

ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা (TMC Jonogorjon Sabha)। এই মূহুর্তে ব্রিগেডে জনপ্লাবন। লোকসভা ভোটকে সামনে রেখে ব্রিগেডে তৃণমূলের আয়োজিত এই সমাবেশে মানুষের উচ্ছ্বাস লক্ষ্যনীয়। ব্রিগেড সমাবেশের (TMC Jonogorjon Sabha) আকর্ষণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে তৃণমূল নেতা এবং শিখ সম্প্রদায়ের গুরু সিং সভা (কলকাতা)-র প্রধান বিজেপির বিরুদ্ধে নিজেরদের ক্ষোভ উগরে দিয়েছেন।

ফিরহাদ হাকিম: ব্রিগেড থেকে গনগর্জন হবে। দিল্লি কাঁপবে এই জনগর্জনে। দিল্লিতে গিয়েছিলাম আমাদের অ্যারেস্ট করা হয়েছিল। অভিষেক কলকাতায় ধর্ণায় বসেছিলেন। মোদি বাংলায় এসে মিথ্যে কথা বলছেন। সন্দেশখালির সমস্যা কোনও সিপিএম, বিজেপি, কেন্দ্রীয় এজেন্সি সমাধান করতে পারেনি। সমস্যার সমাধান করবে তৃণমূল, বিজেপি মিথ্যাচার করবে। উত্তরপ্রদেশে একেরপর এক ধর্ষণের ঘটনা ঘটছে সেখানে বিজেপি কী করছে। দিল্লিতে নামজের সময় যুবকদের লাথি মারছে পুলিশ। এই ঘটনা নিন্দনীয়। নাম না করে তাপস রায়কে একহাত নিলেন ফিরহাদ। দলবদলানো নিয়ে তুলোধনা করলেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।

জগদীশ চন্দ্র বাসুনিয়া: কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল সরব হয়েছে। ১০০ দিনের টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। এবার বিজেপি হটাও, জমিদারি হটাও, দেশ বাঁচাও।

বীরবাহা হাঁসদা: বিজেপি নাকি আদিবাসী সম্প্রদায়কে ভালোবাস? তা লক্ষ্যনীয় নয়। আদিবসীদেরকে ভোটের জন্য ব্যবহার করে বিজেপি। আগামিদিনে মমতা বন্দ্যোপাধ্যের নেতৃত্বে আদিবাসীরা লড়াই শুরু করবেন। দিল্লির নেতারা শুনে রাখুন, আদিবাসীরা জান দেবে মান দেবে না।

মমতাবালা ঠাকুর: দুর্নীতিতে জড়িয়ে বিজেপির নেতা-মন্ত্রীরা। বিজেপি চোর। তথ্য-প্রমাণ নিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে আওয়াজ তুললেন সাংসদ। স্লোগান দিলেন দেশ বাঁচাও মোদি হটাও।

আরও পড়ুন- এই প্রথমবার মেগা জনসভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের

কীর্তি আজাদ: মোদি চাকরি নিয়ে গ্যারেন্টি দিয়েছিলেন। ২ কোটির চাকরি এখনও হয়নি। ১৫ লক্ষের এক টাকাও কারও অ্যাকাউন্টে গিয়েছে? সব ভুয়ো। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে স্মৃতি ইরানিকেও কটাক্ষ করেন তিনি। একমাত্র দিদির ওয়ারেন্টি আছে যা প্রতিবছর চলে। এরপরে যখন এরকম সভায় আসব আমি নিশ্চয়ই বাংলায় কথা বলব।

সঞ্জয় কুজুর (জলপাইগুড়ি) : রামমন্দির উদ্বোধন হয়েছে খুব ভালো। কিন্তু দেশের বেশ কিছু জায়গায় চার্চ ভাঙা হয়েছে কেন? তীব্র নিন্দা করলেন তিনি। খ্রিস্টমাসে মুখ্যমন্ত্রী কেক পাঠান খুবই ভালো লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।

জ্ঞ্যানী জরনেল সিং (গুরু সিং সভা, কলকাতা): দেশের জন্য শিখরা অনেক কিছু করেছেন। বাংলা এবং পাঞ্জাবকে আলাদা নজরে দেখেননা মুখ্যমন্ত্রী শিখ পুলিশ কর্তাকে খালিস্তানি মন্তব্যের জেরে শুভেন্দু তীব্র আক্রমণ করেন। ২০ দিন ধর্ণার পরেও বিজেপির কোনও হেলদোল নেই।

এই সমাবেশে মেঘালয়ের তৃণমূল নেতারা এবং উত্তরপ্রদেশের তৃণমূল নেতা রাজেশ পতি ত্রিপাঠী, ললিতেশ পতি ত্রিপাঠী এসেছেন, তাঁদেরকে ধন্যবাদ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।

Latest article