সংবাদদাতা রায়গঞ্জ : ইসলামপুরে দাঁত ফোটাতে পারল না বিজেপি, নির্দল। পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলাজুড়ে সবুজ ঝড়। মা-মাটি-মানুষের সরকারের উপর ভরসা রেখেই সাধারণ মানুষ শাসকদল তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখল। জেলার চোপড়া ব্লকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-বাইশ বছর পর পাহাড়ে গণতন্ত্রের আর এক পথ চলা শুরু হল. পাহাড়ে তৃণমূল জোটের কাছে পরাস্ত বিজেপি
এবারে, বেশকিছু জায়গায় গেরুয়া শিবিরের ধূলিসাৎ হয়েছে। ইসলামপুর ব্লক জুড়ে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। গুঞ্জরিয়া, আগডিমটিখুন্তি, পণ্ডিতপোতা ২, গাঁইসাল ১, মাটিকুণ্ডা ১, মাটিকুণ্ডা ২, রামগঞ্জ ১, রামগঞ্জ ২,সুজালীতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন বিজেপির কাছে থেকে বরুণা পঞ্চায়েত জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ওই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২২।
আরও পড়ুন-অভিষেকের মনোনীত প্রার্থী শেখ হসিনুদ্দিন জয় পেলেন
যার মধ্যে তৃণমূল জয়ী ১২ আসনে, বিজেপির দখলে ৯ ও কংগ্রেস জয়ী ১টি আসনে। রায়গঞ্জের কমলাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত মোট আসন ১৭। এখনও পর্যন্ত ফল ঘোষণা হয়েছে ১৩টি আসনের। যারমধ্যে তৃণমূল ৫, বিজেপি ৭, কংগ্রেস ১টি আসনে জয়ী হয়েছে। ভাতুন গ্রাম পঞ্চায়েতের ২৭টি আসনের মধ্যে ১৮টি তৃণমূল কংগ্রেস দখল করেছে। বিজেপি ১টি, সিপিএম ৩টি ও কংগ্রেসের দখলে ২টি আসন রয়েছে। রশাখোয়া-২ নম্বরে মোট ২৬টি আসনে তৃণমূল কংগ্রেস ১১, বিজেপি ৯টি ও জোট প্রার্থীরা ৬টি আসনে জয়ী হয়েছেন। অন্যদিকে রায়গঞ্জ ব্লকের ভাটোল গ্রাম পঞ্চায়েত, বাহিন গ্রাম পঞ্চায়েতে জগদীশপুর গ্রাম পঞ্চায়েত, কমলাবাড়ি-১ পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস।