বেলডাঙায় খুন তৃণমূল কর্মী

বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কর্মী লাল্টু শেখ ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। ওষুধের দোকান বন্ধ দেখে একাই বাড়ি ফিরছিলেন তিনি।

Must read

সংবাদদাতা, বহরমপুর : বেলডাঙায় তৃণমূল কর্মী খুন। লাল্টু শেখ (৫০) নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে, ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার মাড্ডা গ্রাম পঞ্চায়েতের দলুয়া গ্রামে। মৃতদেহটি উদ্ধার করেছে বেলডাঙা থানার পুলিশ।

আরও পড়ুন-দক্ষিণেশ্বরের গঙ্গার জলে হবে মায়ের বিশেষ স্নান

বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কর্মী লাল্টু শেখ ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। ওষুধের দোকান বন্ধ দেখে একাই বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার সময় বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ওই তৃণমূল কর্মীকে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। ঠিক কী কারণে খুন করা হল সেই নিয়ে ধন্দে পুলিশ। যদিও বেলডাঙা তৃণমূল ব্লক সভাপতি বনোতোষ ঘোষ বলেন, সামনে ত্রিস্তর পঞ্চায়েত ভোট। সেই ভোটের আগে এলাকায় অস্থিরতা সৃষ্টি করতে বিরোধী শিবিরের আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে।

Latest article