আজ ফের মাঠে নামছে ইস্টবেঙ্গল

Must read

প্রতিবেদন : বুধবার কলকাতা লিগে মাঠে নামছে ইস্টবেঙ্গল (East Bengal- Railway FC)। ঘরের মাঠে লাল-হলুদের প্রতিপক্ষ রেলওয়ে এফসি। লিগে নিজেদের শেষ ম্যাচে ভবানীপুরের সঙ্গে ১-১ ড্র করেছিল বিনো জর্জের দল। তাই যেভাবেই হোক জয় পেতে মরিয়া ইস্টবেঙ্গল। তাই বুধবারের ম্যাচে সিনিয়র দলের কয়েক জন ফুটবলার লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামলে অবাক হওয়ার কিছু নেই।
কলকাতা লিগে কোচিংয়ের দায়িত্বে থাকা বিনু বলছিলেন, আগের ম্যাচে ড্র থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমার দলের অধিকাংশ ফুটবলারই বয়সে তরুণ, অনভিজ্ঞ। ফলে খেলায় ধারাবাহিকতার অভাব রয়েছে। তবে কাল মাঠে নেমে ওরা নিজেদের সেরাটাই দেবে। ইস্টবেঙ্গলের (East Bengal- Railway FC) সহকারী কোচ আরও যোগ করেছেন, ইতিবাচক দিক হল, লিগে এখনও আমরা অপরাজিত। কিন্তু আমাদের আরও উন্নতি করতে হবে। কাল কিছুতেই পয়েন্ট নষ্ট করা চলবে। ছেলেরা মাঠে নেমে শুরু থেকেই তিন পয়েন্টের জন্য ঝাঁপাবে। সমস্যা হল, প্রতি ম্যাচেই আমরা প্রচুর সুযোগ নষ্ট করছি। কাল সুযোগ হাতছাড়া করা করা চলবে না।

আরও পড়ুন- লড়ে হার ডায়মন্ড হারবারের

Latest article