ভারতের আজ সিরিজ রক্ষার ম্যাচ

বুধবারের ম্যাচটা প্রবলভাবে চাইছেন শিখর ধাওয়ানরা। কিন্তু বৃষ্টির যা মতিগতি তাতে ভারতীয় ড্রেসিংরুমের এই ইচ্ছা শেষপর্যন্ত জলে যেতে পারে

Must read

ক্রাইস্টচার্চ, ২৯ নভেম্বর : বুধবারের ম্যাচটা প্রবলভাবে চাইছেন শিখর ধাওয়ানরা। কিন্তু বৃষ্টির যা মতিগতি তাতে ভারতীয় ড্রেসিংরুমের এই ইচ্ছা শেষপর্যন্ত জলে যেতে পারে!
ক্রাইস্টচার্চের হাওয়া অফিসের খবর, সকালটা ভাল গেলেও পরের দিকে জমিয়ে বৃষ্টি হবে। তাহলে আরও একটা পণ্ড ম্যাচ। অকল্যান্ডে পুরো ম্যাচ হওয়ার পর হ্যামিল্টনে মাঠে বলই পড়েনি। এখন খবর আসছে হ্যাগলি ওভালেও সেরকম পরিস্থিতি হতে পারে। তাহলে শুভমন গিলদের বিরক্তি আরও বাড়বে। শুভমন হ্যামিল্টনে খেলা ভন্ডুল হয়ে যাওয়ার পর বলেছিলেন, এভাবে খেলা না হলে কিছু ভাল লাগে না!
নিউজিল্যান্ড এখন ১-০ এগিয়ে। অকল্যান্ডে খেলা না হওয়ায় ধাওয়ানদের সিরিজ সমান-সমান করার সুযোগ হয়নি।। এখন ক্রাইস্টচার্চ ম্যাচেই শেষ সুযোগ। ভারত জিতলে একদিনের সিরিজ ড্র করে বাড়ি ফেরা যাবে। নাহলে হেরেই ফিরতে হবে। তবে শেষ ম্যাচ না হলে ১-০ এগিয়ে থাকার সুবাদে সিরিজ জিতবে নিউজিল্যান্ড।

আরও পড়ুন-নতুন জেলা সুন্দরবন পুরনো আইন বাতিল করে বিল আসছে বিধানসভায়

প্রশ্ন হল বুধবারের ম্যাচে সঞ্জু স্যামসন, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল খেলবেন কিনা। সঞ্জু প্রথম ম্যাচে ৩৮ বলে ৩৬ রান করলেও দ্বিতীয় ম্যাচে বাদ পড়েছিলেন। উমরান অকল্যান্ডে দুটো উইকেট নিলেও অনেক রান দিয়েছেন। চাহাল উইকেট পাননি, কিন্তু তিনিও রান দিয়েছেন। ফলে বসে থাকা কুলদীপ যাদবকে খেলানোর দাবি উঠছে।

আরও পড়ুন-বেলা বাড়তেই শীত উধাও

এই মাঠে ভারত কখনও একদিনের ম্যাচ খেলেনি। প্রথমে ব্যাট করা দলের অ্যাভারেজ রান ২৬২। কিন্তু মুশকিল হচ্ছে যে, প্রথম ম্যাচে ৩০৬ রান করেও ভারত হেরেছে। ধাওয়ান, শুভমন ও শ্রেয়স হাফ সেঞ্চুরি করেছিলেন। কিন্তু ঋষভ রান পাননি। কৃষ্ণমাচারি শ্রীকান্ত পরামর্শ দিয়েছেন, ঋষভ তুমি নিজের খেলা নিয়ে ভাবনা-চিন্তা করো। কিন্তু বোলাররা যেভাবে ৩০৬ রানও ডিফেন্ড করতে পারেনি, সেটা চাপের। টম লাথাম ও কেন উইলিয়ামসন ভারতীয় বোলিংকে দেদার আক্রমণ করেছেন। সিরিজ বাঁচাতে হলে কোচ লক্ষ্মণকে এটা আটকাতেই হবে।
বিরাট, রোহিত, জাদেজা, বুমরাকে ছাড়াই এখানে টি ২০ সিরিজ ২-১-এ জিতেছে ভারত। তবে বৃষ্টিতে জোড়া সিরিজ জিতে ফেরার সুযোগ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে। হ্যাগলি ওভালে আজ খেলা হলে ভারত বড়জোর সিরিজ হার বাঁচাতে পারে।

Latest article