দল নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন রোহিত

নাগপুরে আজ প্রথম টেস্ট

Must read

নাগপুর, ৮ ফেব্রুয়ারি : হাইভোল্টেজ টেস্ট সিরিজে বল গড়ানোর আগেই পিচ-বিতর্ক মাথাচাড়া দিয়েছে। অস্ট্রেলীয় মিডিয়ার অভিযোগ, নিজেদের পছন্দমতো ঘূর্ণি উইকেট বানাতে গিয়ে নাগপুরের বাইশ গজের দফারফা করে ছাড়ছে ভারত। প্রথম টেস্টের ২৪ ঘণ্টা আগে এই বিতর্কে না ঢুকে পিচ নিয়ে উদ্বেগ উড়িয়েই দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বলে দিলেন, ‘‘আমরা ক্রিকেটে মনোনিবেশ করছি, পিচে নয়। আমাদের দলের সকলেই দুর্দান্ত মানের খেলোয়াড়।’’

প্রথম টেস্টের টিম কম্বিনেশন নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন ভারত অধিনায়ক। রোহিত (Rohit Sharma) বলেছেন, ‘‘ছেলেদের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আমরা যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত। যে রকমই পিচ হোক, পরিস্থিতি দেখে আমরা সঠিক লোককেই খেলানোর চেষ্টা করব। আমরা সমস্ত বিকল্প খোলা রাখছি।’’

আরও পড়ুন-শিশুসুরক্ষা, পথনিরাপত্তার দাবি নিয়ে পদব্রজে দিল্লি

সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকা শুভমন গিল নাকি সূর্যকুমার যাদব? নাগপুরে কার ভাগ্যে শিকে ছিঁড়বে? ম্যাচের আগের দিন ধোঁয়াশা রেখে রোহিত বললেন, ‘‘সকাল ৯টায় টসের সময় জানতে পারবেন।’’ এরপর তাঁর সংযোজন, ‘‘খুব কঠিন কাজ কাউকে বাইরে রাখাটা। আমরা জানি, অনেকেই দারুণ ছন্দে রয়েছে। এটা দলের জন্য ভাল কিন্তু নির্বাচনের ক্ষেত্রে সমস্যার। সূর্য এবং শুভমন দু’জনে দু’রকম খেলে। গত তিন-চার মাসে দুর্দান্ত ছন্দে রয়েছে শুভমন। সূর্য আবার টি-২০-তে দেখিয়েছে, ওর কী ক্ষমতা। তবে এখনও ঠিক করিনি, দু’জনের মধ্যে কাকে খেলানো হবে।’’

সূর্য ও শুভমনের মতো উইকেটকিপারের জায়গা নিয়েও ভাবতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। রোহিতের কথায়, ‘‘সাহসী সিদ্ধান্ত নিতে হবে। যেভাবে ঋষভ পন্থ ব্যাট করেছে টেস্টে, তাতে ও আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিল। মিডল অর্ডারে সেই দায়িত্ব পালন করার মতো ব্যাটার রয়েছে আমাদের।’’ একইসঙ্গে স্পিন কম্বিনেশন নিয়েও খোলসা করেননি রোহিত। বলেছেন, ‘‘রবি অশ্বিন, জাদেজার পাশে কুলদীপ ও অক্ষরও সুযোগ পেয়ে কাজে লাগিয়েছে। এটা আমাদের কাছে ইতিবাচক দিক।’’

Latest article