শিশুসুরক্ষা, পথনিরাপত্তার দাবি নিয়ে পদব্রজে দিল্লি

মিশন ৪০

Must read

প্রতিবেদন : বাল্যবিবাহ, শিশুদের উপর যৌনহেনস্থা এবং পথদুর্ঘটনা রুখতে মুখ্যমন্ত্রীর প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফের (Safe Drive Save Life) প্রচারে দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি নিয়ে মানুষকে সচেতন করতে পথে নামছেন আরামবাগের এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ও সমাজকর্মী দেবাশিস মুখোপাধ্যায় (Debashis Mukherjee)। বাল্যবিবাহকে অভিশাপ মনে করেন তিনি। এর বিরুদ্ধে কলকাতা-সহ বাংলার নানা এলাকায় সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন দীর্ঘদিন। তাঁর কথায়, গ্রামাঞ্চলে বাল্যবিবাহের প্রবণতা অনেকটাই কমাতে পেরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কন্যাশ্রী প্রকল্প। রাজ্য সরকারের নানা প্রকল্পের সহযোগিতায় বাংলার মেয়েরা এখন অনেক স্বাবলম্বী। অভিভাবকরাও মেয়েদের পড়াশুনোয় আগ্রহী হয়েছেন, নাবালিকা থাকাকালীন তাদের বিয়ে না দেওয়ায় সচেতন হয়েছেন। তবু কিছু কিছু ঘটনা ঘটে, যা রুখতে সরকার ক্রিয়াশীল। কিন্তু মানুষকেও সরকারের চিন্তায় তাল মেলাতে হবে। বিশেষত শিশুদের উপর যৌনহেনস্থা কমাতে সবার এগিয়ে আসা উচিত। সম্প্রতি দেবাশিসবাবু (Debashis Mukherjee) ‘মিশন ৪০’ নামে এক কর্মসূচি নিয়ে আরামবাগের সতীদাহ বেদির কাছ থেকে দিল্লির উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। কেন্দ্রের কাছে দাবিপত্র পেশ করার লক্ষ্যে তাঁর ৪০ দিনে দিল্লি পৌঁছনোর যাত্রা ৩৬ দিনেই সম্পন্ন হয়। বুধবার দুপুরে তিনি পৌঁছন রাজধানী শহরে। আজ, বৃহস্পতিবার আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের সহযোগিতায় দাবিপত্র প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে দিতে চান। শিশুসুরক্ষার বিভিন্ন দাবি ছাড়াও তাঁর অন্যতম দাবি, আরামবাগের রেল লাইনকে খানাকুল পর্যন্ত বর্ধিত করা। তিনি বলেন, এই এলাকার বাসিন্দা ছিলেন রাজা রামমোহন রায়। তাঁরই আদর্শে কাজ করি। এই রেলপথ খানাকুল পর্যন্ত বাড়লে এলাকার মানুষের উপকার হবে।

আরও পড়ুন-গাড়ি দুর্ঘটনা রুখতে নবম শ্রেণির ছাত্রীর আবিষ্কার

Latest article