আজ সবং কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর, হবে ডেবরাতেও

সবংয়ের বনাইয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকায় এই কেন্দ্রটি নির্মাণ হয়েছে। এলাকার প্রাক্তন বিধায়ক গীতারানি ভুঁইয়ার উদ্যোগে এই টাকা বরাদ্দ হয়।

Must read

মৌসুমী হাইত, পশ্চিম মেদিনীপুর: সম্পূর্ণ প্রস্তুত সবং গ্রামীণ দমকল কেন্দ্রের আজ, বুধবার ভার্চুয়াল উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এই প্রথম পশ্চিমবঙ্গের কোথাও গ্রামীণ দমকল কেন্দ্র তৈরি হল। ডেবরাতেও এরকম আরেকটি দমকল কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছেন এলাকার বিধায়ক। সবংয়ের বনাইয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকায় এই কেন্দ্রটি নির্মাণ হয়েছে। এলাকার প্রাক্তন বিধায়ক গীতারানি ভুঁইয়ার উদ্যোগে এই টাকা বরাদ্দ হয়। নির্মাণকাজ শেষ হওয়ায় আজ, এই দমকল কেন্দ্রটির ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-নিহতদের পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

সবংয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডঃ মানসরঞ্জন ভুইয়া বলেন, ‘সবং থেকে খড়্গপুর প্রায় ৫০ কিমি এবং মেদিনীপুর প্রায় ৬০ কিমি দূরত্বে অবস্থিত। সবংয়ের কোথাও আগুন লাগলে এই দুই শহর থেকে দমকল এসে পৌঁছনোর আগেই সব পুড়ে ছাই হয়ে যেত। তবে এবার আর তা হবে না। সবং ছাড়াও উপকৃত হবেন কাছাকাছি পটাশপুর, পিংলা, খড়্গপুর গ্রামীণ ও ডেবরার মানুষজনও। মুখ্যমন্ত্রী আমাদের গ্রামীণ এলাকায় প্রথম দমকল কেন্দ্রটি তৈরি করে দিয়ে এখানকার মানুষের প্রভূত উপকার করলেন।’ ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবিরের উদ্যোগেও দ্বারিকাপুরে ১৬ নং জাতীয় সড়কের পাশেই একটি দমকল কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে জায়গা চিহ্নিত হয়ে গিয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে জানান বিধায়ক ডঃ হুমায়ুন কবির। ইতিমধ্যে জায়গা পরিদর্শন করে দমকল মন্ত্রী সুজিত বসুর দফতরে সমস্ত তথ্য পাঠানো হয়েছে। সব মিলিয়ে সবং ও ডেবরায় দুটি দমকল কেন্দ্র হয়ে গেলে অনেকটাই উপকৃত হবেন পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু ব্লকের গ্রামীণ মানুষ।

Latest article