নিহতদের পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

মঙ্গলবার ঘন কুয়াশার কারণে ভয়াবহ পথদুর্ঘটনা ঘটল রামপুরহাট থানার মনসুবা মোড়ে। ঘটনার জেরে মৃত চারজন। গুরুতর আহত ১৪ জন।

Must read

সংবাদদাতা, রামপুরহাট : মঙ্গলবার ঘন কুয়াশার কারণে ভয়াবহ পথদুর্ঘটনা ঘটল রামপুরহাট থানার মনসুবা মোড়ে। ঘটনার জেরে মৃত চারজন। গুরুতর আহত ১৪ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক হওয়াই, তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতেরা হলেন, রাখি সর্দার (২৬), রাসমণি সর্দার (২৯), লীলা লেট (৪৫) এবং চুমকি ডোম (২৪)। সবার বাড়ি চিতুরি গ্রামে। মঙ্গলবার কাকভোরে রামপুরহাট এক ব্লকের চিতুরি গ্রাম থেকে জনা আঠার শ্রমিক ধান রোয়ার কাজ করতে যন্ত্রচালিত ভ্যানে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে মাড়গ্রামে যাচ্ছিলেন। ঘন কুয়াশায় সিউড়ি থেকে রামপুরহাটের দিক থেকে আসা ৬ চাকার লরি মনসুবা মোড়ের কাছে ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে। সবাই ছিটকে জাতীয় সড়কে পড়ে। সেই অবস্থায় আরেকটি লরি তিন মহিলা শ্রমিককে পিষে চলে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।

আরও পড়ুন-বঞ্চনা নিয়ে বিধানসভায় সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

খবর পেয়েই হাসপাতালে আহতদের দেখতে যান বীরভূম জেলা সভাধিপতি ফায়েজুল শেখ ওরফে কাজল। মৃত রাখি সর্দারের স্বামীর হাত ভেঙেছে। তাঁকে ৫০ হাজার টাকা সাহায্য দেন কাজল। আরেকজনকে কলকাতায় পাঠানো হয়েছে। তাঁর চিকিৎসার জন্যও ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। অল্পবিস্তর আহতদের দেওয়া হয়েছে ২৫ হাজার করে। কাজল জানান, সোমনাথের মেয়ের বিয়ের কথা মাথায় রেখে, তাঁকে ফোন নম্বর দিয়ে এসেছি। বলেছি, দরকার পড়লেই ফোন করতে। মাসখানেক বাদেই মেয়ের বিয়ে। শোকের ছায়া গোটা গ্রামে।

Latest article